অনুরাগীর সঙ্গে এ কেমন ব্যবহার! সলমানের ওপর রেগে আগুন নেটপাড়া

বাংলাহান্ট ডেস্ক : সদ্য বক্স অফিসে মুক্তি পেয়েছে সলমান খান (Salman Khan) অভিনীত ছবি ‘কিসি কা ভাই কিসি কা জান'(Kisi Ka Bhai Kisi Ka Jaan) । এই ছবির প্রচারে দুবাই গিয়েছিলেন বলিউড ভাইজান। সদ্যই দেশে ফিরেছেন তিনি। মুম্বাইয়ে ছত্রপতি শিবাজী এয়ারপোর্টে অভিনেতাকে দেখে উপচে পড়লো অনুরাগীদের ভিড়।

প্রিয় অভিনেতাকে এত কাছ থেকে দেখে নিজেকে সামলে রাখতে পারলে না এক ভক্ত। সল্লু ভাইয়ের সঙ্গে করমর্দন করতে বাড়িয়ে দিয়েছিলেন হাত। এতেই ঘটলো যত বিপত্তি। ওই যুবক সলমানের কাছাকাছি আসতেই রেগে গেলেন অভিনেতা। কটমট করে তাকালেন ছায়াসঙ্গী শেরার দিকে।

Salman Khan

অভিনেতার চোখের ইঙ্গিত পাওয়া মাত্রই অপরিচিত ওই যুবককে ঠেলে সরিয়ে দেন শেরা। পাপারাৎজিদের ক্যামেরায় বন্দি হয়েছে সেই দৃশ্য। আপাতত সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে এই ভিডিও। ভাইরাল হওয়া এই ভিডিও দেখেই চোখ কপালে উঠেছে নেটিজেনদের।

ভিডিওতে দেখা যাচ্ছে, এক ভক্ত অভিনেতা দিকে বাড়িয়ে রেখেছেন হাত। অথচ সে দিকে পাত্তা না দিয়ে সোজা হেঁটে চলেছেন সলমান। এরপরেই অনুরাগীকে ধাক্কা মারেন শেরা। ভিডিওর কমেন্ট বক্সে নিজেদের মন্তব্য এঁটে দিলেন সমালোচকেরা। কেউ লিখলেন, ‘এভাবে কাউকে ধাক্কা দেওয়া ঠিক নয়। অত্যন্ত খারাপ আচরণ করা হয়েছে’। তবে ভক্তরা পাশে দাঁড়িয়েছেন অভিনেতার।

 

View this post on Instagram

 

A post shared by Voompla (@voompla)

উল্লেখ্য, ঈদের ঠিক আগের দিন অর্থাৎ গত শুক্রবার বড় পর্দায় মুক্তি পেয়েছে সলমান খান অভিনীত ছবি ‘ কিসি কা ভাই কিসি কা জান’। ৬ দিনে ৮৯ কোটি টাকার ব্যবসা করেছে এই ছবি। যদিও এতে মোটেই খুশি নন ছবির নির্মাতারা। খুশি নন খোদ অভিনেতা। বিশেষজ্ঞদের মতে, যা পরিস্থিতি তাতে হয়তো ১৫০ কোটির গণ্ডিও পার করতে পারবে না এই ছবি। সল্লু ভাইয়ের ফ্লপ ছবির তালিকায় জুড়ে যেতে পারে আরও একটি নাম এমনটাও মতামত অনেকেরই।

additiya

সম্পর্কিত খবর