বাংলা হান্ট নিউজ ডেস্কঃ এই মুহূর্তে ভারতীয় দল (Indian Cricket Team) শ্রীলঙ্কার মাটিতে ব্যস্ত রয়েছে এশিয়া কাপ (2023 Asia Cup) নিয়ে। এই টুর্নামেন্ট শেষ হওয়ার পর মাত্র দুই থেকে তিন সপ্তাহ সময় পাবে ভারত। এই সময়ে তারা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একটি ওডিআই সিরিজ এবং কয়েকটি প্রস্তুতি ম্যাচ খেলবে। তারপরেই বিশ্বকাপ (2023 ODI World Cup) অভিযান আরম্ভ হয়ে যাবে ঘরের মাটিতে। তার আগে এই ৮-৯ টি ম্যাচে নিজেদের যাবতীয় দোষ ত্রুটিগুলি সংশোধন করে নিতে চান রোহিত শর্মারা।
আর সেই বিশ্বকাপে রাউন্ড রিবন পর্বে সবচেয়ে বেশি যে ম্যাচ নিয়ে ভক্তদের মনে কৌতুহল রয়েছে সেটি হল ভারত বনাম পাকিস্তান ম্যাচ। বহু বছর ওডিআই ফরম্যাট মুখোমুখি হয়নি দুই দল। এশিয়া কাপের মঞ্চে একবার মাঠে নামলেও একে অপরের বিরুদ্ধে সেই ম্যাচটি সম্পূর্ণ করা যায়নি বৃষ্টির কারণে। আরও দুইবার এশিয়া কাপের মঞ্চে একে অপরের মুখোমুখি হওয়ার সুযোগ পাবে তারা। কিন্তু সকলেই জানেন যে বিশ্বকাপের তুলনায় এশিয়া কাপের ম্যাচকে কেন্দ্র করে উত্তেজনা অতটা ছড়াবে না।
বহুদিন আগে থেকেই বিশ্বকাপের ভারত বনাম পাকিস্তান ম্যাচ নিয়ে ভক্তদের মধ্যে আগ্রহ তুঙ্গে। প্রাথমিকভাবে ম্যাচটি আহমেদাবাদের ১৫ই অক্টোবর অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও পরে ম্যাচটিকে একদিন এগিয়ে নিয়ে এসে ১৪ই অক্টোবর আয়োজন করা হচ্ছে। আর সেই ম্যাচের টিকিটের চাহিদা দেখলে চোখ কপালে উঠবে অন্য যে কোনও ক্রিকেট খেলিয়ে দেশের বাসিন্দাদের।
আরও পড়ুন: বুমরার মতোই ঘাতক বোলার পেয়েছিল BCCI! কিন্তু জায়গা হলো না বিশ্বকাপের ভারতীয় স্কোয়াডে
তবে ওই ম্যাচের সব টিকিটই মুহূর্তের মধ্যে বিক্রি হয়ে গেছে। তাই যে ভক্তরা টিকিট পাননি, তারা ঘুরপথে টিকিট জোগাড়ের চেষ্টা করছে। সেই বিষয়কে কেন্দ্র করেই একটি ছবি সম্প্রতি সোশ্যাল মিডিয়া জুড়ে ভাইরাল হয়েছিল। সেখানে দেখা যায় হাইভোল্টেজ ম্যাচটির বেশ কয়েকটি টিকিট সেকেন্ডারি মার্কেটে ৫৭ লক্ষ টাকা দামে বিক্রি হচ্ছে!
আরও পড়ুন: কোহলি না, কাশ্মীর নিয়ে ভারতকে কটু কথা বলা পাকিস্তান ভক্তদের মধ্যমা দেখিয়েছি! মন্তব্য গম্ভীরের
এর থেকেই বোঝা যায় যে চাহিদা এই মুহূর্তে কি বিশাল পরিমাণে রয়েছে যার জন্য ক্রিকেট ভক্তরা লক্ষ লক্ষ টাকা খরচ করতেও পিছপা হচ্ছেন না। আহমেদাবাদের নরেন্দ্র মোদীর স্টেডিয়ামে একলক্ষ দর্শকের সামনে যখন বাবর আজমের পাকিস্তান এবং রোহিত শর্মার ভারত একে অপরের মুখোমুখি হবে তখন তাদের দুজনের ওপর থাকবে ভিন্ন ভিন্ন রকমের চাপ। সেই চাপের বোঝা কাটিয়ে কারা শেষ পর্যন্ত ওই ম্যাচে জয় পায় সেদিকে নজর থাকবে ক্রিকেট বিশ্বের।