সিনেমার গানে নাচ করছে মোষ! ভিডিও দেখে হেসে পাগল নেট জনতা

বাংলা হান্ট ডেস্কঃ সোশ্যাল মিডিয়ায় কখন কার ভিডিও ভাইরাল হয়ে যায়, সেটা বলা খুবই মুশকিল। প্রতিদিনই ইন্টারনেটে কারও না কারও ভিডিও তুমুল জনপ্রিয় হয়। কিন্তু এবার এরকম একটি ভিডিও সামনে এসেছে, যেরকম আমরা খুবই কম দেখতে পাই।

এবার একটি মোষের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। ভাইরাল ভিডিওতে মোষটিকে একটি সিনেমার গানে নাচতে দেখা যাচ্ছে।

FreeSoulSimi নামের এক ট্যুইটার ইউজার ওই ভিডিওটি নিজের ট্যুইটার অ্যাকাউন্টে পোস্ট করেছেন। FreeSoulSimi লিখেছেন, এই মোষের ভিডিওটি তাঁর বোন তাকে পাঠিয়েছে। তাঁর বোনের বাড়ির পাশের একটি মোষ গানের তালে তালে নাচে। ভিডিওতে মোষটিকে একটি মহিলা নাচ করতে বলছে। আর মোষটিও মহিলার কথা শুনে নাচতে শুরু করে দেয়। যদি আপনি এই ভিডিওটি না দেখে থাকেন, তাহলে একবার দেখে নিন …

প্রথমে মহিলাকে ‘ঢোলক বাজদা” গান করতে দেখা যাচ্ছে। আর মহিলাটিকে মোষের সামনে কোমর দোলাতে দেখা যাচ্ছে। এরপর মহিলাটি মোষটিকে নাচতে বলে, আর তখন মোষটিও মহিলার কথা শুনে নিজের মতো করে লাফিয়ে লাফিয়ে ডান্স করে।

ভিডিওতে কয়েকটি বাচ্চাকেও দেখা যাচ্ছে। মোষটি নাচার সময় ওই বাচ্চা গুলোকে জোরে জোরে হাসতে দেখা যাচ্ছে। ট্যুইটারে এই ভিডিও দ্রুত গতিতে ভাইরাল হচ্ছে।

Koushik Dutta

সম্পর্কিত খবর