বাংলা হান্ট ডেস্ক: চলতি বছরের শুরু থেকেই প্রায় দুই দশক পুরনো একটি গান (Viral Song) হঠাৎ করেই ঝড় তুলতে শুরু করে নেটমাধ্যমে। ওড়িয়া ভাষার সেই “ছিঃ ছিঃ ছিঃ রে ননী ছিঃ” গান এখন রীতিমতো ট্রেন্ডিংয়ে রয়েছে। ইতিমধ্যেই এই গানে তৈরি হয়েছে হাজার হাজার রিল। ফেসবুক থেকে শুরু করে ইনস্টাগ্রাম এবং ইউটিউবের মতো প্ল্যাটফর্মগুলিতেও এই গানের দাপট পরিলক্ষিত হচ্ছে। তবে, এবার ভারত বনাম ইংল্যান্ডের দ্বিতীয় ওয়ান ডে ম্যাচেও বেজে উঠল “ছিঃ ছিঃ ছিঃ রে ননী ছিঃ” গান।
ম্যাচ চলাকালীন বেজে উঠল “ছিঃ ছিঃ ছিঃ রে ননী ছিঃ” গান (Viral Song):
প্রসঙ্গত উল্লেখ্য যে, রবিবার কটকের বরাবাটি স্টেডিয়ামে ভারত এবং ইংল্যান্ড মুখোমুখি হয়েছে। ইতিমধ্যেই এই ODI সিরিজে ভারত এগিয়ে রয়েছে। এমতাবস্থায়, রবিবারের এই ম্যাচ টিম ইন্ডিয়া জিতে গেলেই সিরিজ জয় ঘটবে তাদের।
এই ম্যাচেই ৪৩ তম ওভারে বল করছিলেন রবীন্দ্র জাদেজা। ওভারের তৃতীয় বলেই তিনি আউট করেন জো রুটকে। বিরাট কোহলি ধরেন ক্যাচ। আর তারপরেই মাঠে বেজে ওঠে “ছিঃ ছিঃ ছিঃ রে ননী ছিঃ” গান (Viral Song)। যে গান শুনে রীতিমতো হেসে ফেলেন স্বয়ং কোহলিও। এর পাশাপাশি গানটি ভারতীয় ক্রিকেটাররাও বেশ উপভোগ করেছিলেন।
আরও পড়ুন: এখনও চলছে সংঘর্ষ! ছত্তিশগড়ের জঙ্গলে গুলির লড়াইতে খতম ৩১ মাওবাদী, শহিদ ২ জওয়ান
প্রসঙ্গত উল্লেখ্য যে, ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ODI-তে টিম ইন্ডিয়ার হয়ে মাঠে নামতে পারেননি কোহলি। হাঁটুর চোটের কারণে নাগপুরের ম্যাথ থেকে ছিটকে গিয়েছিলেন তিনি। যদিও, দলের সহ-অধিনায়ক শুভমন গিল জানিয়েছিলেন যে, কোহলির চোট খুব একটা গুরুতর নয়। আর সেই কারণেই দ্বিতীয় ম্যাচ খেলতে পারেন তিনি।
আরও পড়ুন: IPL-এ উঠবে ঝড়! প্রস্তুতি শুরু করলেন KKR-এর “তুরুপের তাস”, বেজায় খুশি অনুরাগীরা
এমতাবস্থায়, দ্বিতীয় ODI-তে প্লেয়িং ইলেভেনে কোহলির নাম দেখা যায় এবং তিনি ফের মাঠে নামেন। তবে, তিনি দলে ফেরায় নাগপুর ম্যাচে ODI ক্রিকেটে অভিষেক হওয়া যশস্বী জয়সওয়ালকে বসতে হয়েছে।