সোশ্যাল মিডিয়া আসার আগে থেকে ভাইরাল, ‘টুনির মা’ তৈরির নেপথ্য কাহিনী জানেন?

বাংলাহান্ট ডেস্ক: টুনির জনপ্রিয়তা এতদিন ছিল শুধু লাইট হিসেবে। কিন্তু তিনিই প্রথম গানে নিয়ে আসেন টুনিকে। তারপরেই ঘটে বিষ্ফোরণ। সম্ভাব্য অসম্ভাব্য সর্বত্র ছড়িয়ে পড়ে সেই গান। এমনকি গানটি তৈরি হওয়ার এত বছর পরেও জনপ্রিয়তা ফিকে হয়নি।

কথা হচ্ছে, ‘টুনির মা’ (Tunir Ma) গানটি নিয়ে। বর্তমানে ভাইরাল গান নিয়ে এত চর্চা হয়। এটাও কিন্তু ভাইরাল গানের মধ্যেই পড়ে। অনেকেই জানে না, গানটি কিন্তু তৈরি করেছিলেন বাংলাদেশের লেখক শিল্পী প্রমিত কুমার। নরসিংদীর পলাশ থানার পণ্ডিতপাড়া গ্রামে গানটি লিখেছিলেন তিনি। সময় লেগেছিল তিন দিন।

tunir ma

সোশ্যাল মিডিয়া আসার পর টুনির মা এর রমরমা হলেও আসলে গানটি তৈরি হয়েছিল ২০০৯ সালে। এক সাক্ষাৎকারে প্রমিত বলেন, ঢাকায় যখন তিনি গানের রেকর্ডিং করতে যেতেন যখন অনেকেই হাসাহাসি করত। বলত এমন গান চলবে না। তখনই ‘টুনির মা’ নামটা ভেবে রেখেছিলেন বলে জানান প্রমিত কুমার।

গানটা শুরু থেকেই মানুষের মন জয় করতে শুরু করে দিয়েছিল। এই গানের জনপ্রিয়তার কারণে ভারতে ৩০ টি স্টেজ শো-ও করেছিলেন প্রমিত কুমার। জনপ্রিয়তার পাশাপাশি আর্থিক সহায়তাও হয়েছিল তাঁর। তবে শিল্পী বলেন, সে সময়ে টাকার জন্য অনেক অপছন্দের গান করেছেন। কম টাকায় গান করতেও রাজি হয়েছেন। কিন্তু এখন আর সেটা করতে চান না তিনি।

জানলে অবাক হবেন, টুনির মা বানিয়েই ছেড়ে দেননি প্রমিত। এই সিরিজে আরো গান বানিয়েছিলেন তিনি। নিউ টুনি, টুনি সিনেমার নায়িকা এগুলো টুনি সিরিজের পরবর্তী গান। তবে টুনির মা এর জনপ্রিয়তা ছুঁতে পারেনি এই গানগুলো।


Niranjana Nag

সম্পর্কিত খবর