‘বেঙ্গল টাইগার’ তকমা! বিচারপতি গঙ্গোপাধ্যায়ের পোস্টার টানিয়ে শহর জুড়ে ঘুরছে টোটো

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ বিগত কিছুমাস থেকে বাংলার বিচার ব্যবস্থায় সর্বাধিক চর্চিত নাম বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Justice Abhijit Gangopadhyay)। রাজ্যের সাধারণ মানুষের কাছে তিঁনি এখন ‘আইকন’ ই বটে। কেউ তাঁকে বলেন ভগবান, কেউবা আবার দিয়েছে ‘বাংলার বাঘ’ এর তকমা। তবে শুধু প্রশংসাই নয়, বর্তমানে কিছু মানুষের চক্ষুসূলও হয়েছেন কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি, নানা কটু কথা উক্তির শিকার হয়েছেন তিঁনি। তবে তাতেও একফোঁটা কমেনি তাঁর মহিমা। কারণ তাঁর শত্রুর চাইতে শুভাকাঙ্খির সংখ্যাটা যে ঢের বেশি।

এবার বিচারপতির তেমনই এক শুভাকাঙ্খির খোঁজ মিলল বীরভূমের (Birbhum) বোলপুরে। পেশায় তিঁনি একজন টোটো চালক (Toto Driver)। তাঁর বিশ্বাস, যেভাবে বিচারপতি গঙ্গোপাধ্যায় একের পর এক যোগ্য প্রার্থীকে নিজেদের চাকরি ফিরিয়ে দিচ্ছেন এবং অযোগ্য প্রার্থীদের নিজের জায়গা দেখিয়ে দিচ্ছেন, সে ঘটনা একেবারেই নজিরবিহীন। তাই বিচারপতির সুবিচারে আপ্লুত হয়ে টোটো চালক বিচারপতি গঙ্গোপাধ্যায়কে ‘বেঙ্গল টাইগার’ এর তকমা দিয়েছেন।

জানা গিয়েছে, ওই টোটো চালকের নাম, সুকেশ চক্রবর্তী যিনি এলাকায় ঠাকুর এবং তার টোটো ঠাকুরের টোটো নামেই লোকমুখে পরিচিত। বিচারপতি গঙ্গোপাধ্যায়কে শুধুমাত্র বেঙ্গল টাইগার আখ্যাই নয় পাশাপাশি বিচারপতিকে যোগ্য সন্মান জানাতে তাঁর ছবি দিয়ে একটি পোস্টার তৈরি করিয়েছেন সুকেশ। সেই পোস্টার নিজের টোটোর পিছনে সাঁটিয়ে শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে চলেছেন।

justice abhijit gangopadhyay

তবে তাৎপর্যপূর্ণ বিষয় হল, এরূপ কোনো কাজ যে তিঁনি প্রথমবার করছেন তেমনটা নয়। জানা গিয়েছে, পূর্বেও দুর্নীতির বিরুদ্ধে নিজের প্রতিবাদ জানাতে তিঁনি একাধিক বার কখনও পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়ের ধিক্কার পোস্টার লাগিয়ে শহর জুড়ে টোটো নিয়ে ঘুরে বেড়িয়েছেন।

Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর

X