সাক্ষাৎ দেবদূত! ৩০০ ফুট গভীর কূপে পড়ে যাওয়া শিশুকে যেভাবে উদ্ধার করল সেনা! ভাইরাল ভিডিও

বাংলা হান্ট নিউজ ডেস্ক: ভারতের সেনাবাহিনী ভারতের গর্ব। ভারতের বাইরেও ভারতীয় সেনাবাহিনীর প্রশংসা শোনা যায়। সম্প্রতি আবার একটি দুর্দান্ত কাজ করে জনগণের প্রশংসা কুড়িয়েছে জওয়ানরা। গুজরাটের দুধাপুর গ্রামের এক শিশুকে ৩০০ ফুট গভীর এক বোরওয়েল থেকে উদ্ধার করেছে সেনার জওয়ান।

১৮ মাসের ওই শিশু অসাবধানতাবশত বোরওয়েলে পরে গিয়েছিল। মঙ্গলবার রাতে শিশুটির ওই অবস্থা হয়। স্থানীয় লোকেরা সেই শিশুটিকে উদ্ধারের চেষ্টা করেও ব্যর্থ হন। তাও বাধ্য হয়ে মিলিটারি স্টেশনে খবর দিতে হয়। তারপর সেনাবাহিনী এসে শিবম নামের শিশুটিকে বোরওয়েল থেকে বার করে।

ক্যাপ্টেন সৌরভ নামের এক জওয়ান ওই শিশুকে উদ্ধার করে। খবর পাওয়ার ১০ মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছয় মিলিটারি দল। সেফটি হারনেস, ম্যানিলা রোপ, সার্চ লাইট ইত্যাদি সহযোগে এসেছিল গোটা দলটি। তারপর টুইট করে ওই ঘটনার কথা এবং অভিযানের ভিডিও আপলোড করে প্রতিরক্ষা মন্ত্রক।

গোটা প্রক্রিয়াটি সম্পন্ন করতে আট ঘন্টা লাগে। সকলেরই মনে ছিল ভয়, কারণ কিছুদিন আগেই পাঞ্জাবে হোশিয়ারপুরে ঋত্বিক রোশন নামের এক শিশু এরকম ভাবেই গর্তে পরে গিয়েছিল। তাকে উদ্ধার করা হলেও চিকিৎসা করানোর সময় মৃত্যু হয়েছিল। কিন্তু এক্ষেত্রে শিবম নামের শিশুটি সম্পূর্ন সুস্থ রয়েছে বলে জানা গিয়েছে।

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর