৬১ বছরের বৃদ্ধের প্রেমে পাগল ১৮ বছরের যুবতী! এই “ভালোবাসার গল্প” চমকে দেবে সবাইকে! ভাইরাল ভিডিও

বাংলা হান্ট ডেস্ক: কথায় আছে, প্রেম নাকি কোনো বাধাই মানে না! এমনকি, যে কোনো বয়সে যে কারোর সাথে সম্পন্ন হতে পারে মনের মিল। আর এই বন্ধনকে আঁকড়ে ধরেই প্রেমের সম্পর্কে সামিল হন দু’জন। এমতাবস্থায়, বর্তমান সময় প্রেম সংক্রান্ত নানান ঘটনার কথা আমরা প্রায় প্রতিদিনই শুনতে পাই। তবে এবার যে ঘটনাটি সামনে এসেছে তা জানার পর নিঃসন্দেহে চক্ষু চড়কগাছ হয়ে যাবে সবার। এমনকি, বিরল এই প্রেমের কাহিনি রীতিমতো উঠে এসেছে আলোচনার কেন্দ্রবিন্দুতেও।

সাধারণত যুবক-যুবতীদের মধ্যেই ভালোবাসার সম্পর্ক তৈরি হতে দেখতে অভ্যস্ত আমরা। কিন্তু এবার এক ৬১ বছরের বৃদ্ধ রীতিমতো এক অষ্টাদশী যুবতীর প্রেমে হাবুডুবু খাচ্ছেন। আর এমনই এক ঘটনা ঘটেছে পাকিস্থানে। যা সামনে আসার পর রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে সর্বত্র। শুধু তাই নয়, এই অসম বয়সীর প্রেমালাপে সরগরম হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়াও।

পাশাপাশি, এই সংক্রান্ত একটি ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হতে শুরু করেছে ইউটিউবে। যেখানে ওই প্রেমিক-প্রেমিকা জানিয়েছেন, তাঁদের একে অপরকে ভালো লাগে বলেই বয়সের বেড়াজালকে ছিন্ন করে তাঁরা প্রেমের সম্পর্কে লিপ্ত হয়েছেন। এদিকে, সম্প্রতি পাকিস্তানের একজন সাংবাদিক ওই বৃদ্ধ এবং ওই যুবতীর সাক্ষাৎকার নিয়েছেন। যেখানে তাঁদের বেশ খুশির মেজাজে দেখা যায়। জানা গিয়েছে, ওই বৃদ্ধ প্রেমিকের নাম হল রানা শামশাদ এবং ওই তরুণীর নাম আশিয়া।

এদিকে, পাকিস্তানের রাওয়ালপিন্ডির এই যুগলের প্রসঙ্গ সোশ্যাল মিডিয়ায় আসতেই তাঁদেরকে হতে হয়েছে ট্রোলিংয়ের সম্মুখীন। যদিও, ওই ভিডিওটিতে তাঁরা একাধিক প্রসঙ্গ এবং প্রশ্নের উত্তর দিয়েছেন। ওই সাক্ষাৎকারে আশিয়া জানান, রানা শামশাদ তাঁর পাড়ারই বাসিন্দা। তাই, তিনি আগে থেকেই তাঁকে চিনতেন। শুধু তাই নয়, তিনি একাধিক গরিব মহিলাদের বিয়ে দিয়েছেন এবং বহু মানুষকে সাহায্যও করেছেন। এমতাবস্থায়, তাঁর এই উদার মানসিকতা দেখেই তিনি শামশাদের প্রেমে পড়ে যান।

শুধু তাই নয়, আশিয়া আরও জানান, ৬১ বছর বয়সী শামশাদ তাঁর স্ত্রীর মৃত্যুর পর মর্মাহত হয়ে পড়েছিলেন, যা দেখে আশিয়া থাকতে পারেননি। এরপরে, তিনি তাঁর স্থানীয় লোকেদের শামশাদ সম্পর্কে জিজ্ঞাসা করেছিলেন এবং তাঁরা সকলেই শামশাদের প্রশংসা করেন। এমতাবস্থায়, আশিয়া আরও বেশি করে শামশাদের প্রেমে পড়ে যান এবং তিনি সরাসরি বিয়ে করার সিদ্ধান্তও নেন। এদিকে, ওই ভিডিওতে আশিয়ার উদ্দেশ্যে শামশাদকে গান গাইতেও দেখা যায়।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর