এক অটো থেকে বেরিয়ে এলো ২৭ জন, নমাজ পড়ে ফেরার পথে আটক করলো পুলিশ! ভাইরাল ভিডিও

বাংলাহান্ট ডেস্ক : উত্তরপ্রদেশের (Uttar Pradesh) ফতেহপুর (Fatehpur) জেলার একটি ভিডিও সামনে এসেছে। আপলোড হওয়ার পরই রীতিমতো ভাইরাল সেই ভিডিও। ভিডিওতে দেখা যাচ্ছে পুলিশ একটি অটোকে আটক করেছে। গুনে গুনে ২৭ জন মানুষ বেরিয়ে আসছে একটি অটো (27 passengers in a single auto)  থেকে। জানা যাচ্ছে যাত্রীরা সবাই বকরি-ইদের নামাজ পড়ে বাড়ি ফিরছিল।

জানা যাচ্ছে ফতেহপুর জেলার বিন্দকি মহকুমার ঘটনা এটি। গতকাল ১০ জুলাই একদল মানুষ একটি অটো নিয়ে নমাজ পড়তে বের হয়। অটোচালক খুব দ্রুত অটোটি চালাচ্ছিলেন। ললোলী মোড়ে দ্রুত গতির এই অটো দেখে সেটিকে দাঁড়াতে ঈশারা করে। কিন্তু অটোর চালক অটো থামানোর কোনও লক্ষ্মণ দেখাননি। তারপরই পুলিশ কর্মীরা দৌড়ে গিয়ে থামিয়ে দেন অটোটিকে।

এরপর পুলিশ একে একে অটোর সকল যাত্রীকে বের করে। শিশু থেকে বয়স্ক সমস্ত বয়সের মানুষই ছিলেন ওই অটোর। জানা যায় তারা সকলে একটি গ্রামেরই বাসিন্দা। সবমিলিয়ে প্রায় ২৭ জন ছিলেন অটোর যাত্রী। অটোটিকে বাজেয়াপ্ত করে পুলিশ।

ট্রাফিক নিয়মে কড়াকড়ি করার পরও এই রকম ঘটনা সামনে আসা যথেষ্ট লজ্জাজনক। একটি অটোতে ২৭ জন বসলে কী হতে পারে? অটো ভেঙে যেতে পারে। ঘটতে পারে ভয়ংকর দুর্ঘটনাও। পুলিশ যাত্রীদের অনুরোধ করেন, এরপর একসঙ্গে কোথাও যেতে হলে ২৭ জনের জন্য একটি নয় ৯ টি অটো ভাড়া করুন। প্রত্যেকটি অটোতে ৩ জন করে বসুন। অটো চালক যদি তাঁর পাশে কাউকে বসাতে চান তাহলে যেন যাত্রীরাই প্রতিবাদ করেন বলেও অনুরোধ করেছে পুলিশ। কারণ এই ভাবে অটোতে যাত্রা করলে দুর্ঘটনা ঘটনা ঘটার সম্ভবনা অনেক বৃদ্ধি পায়। তার উপর পুলিশ ধরলে ভিডয়ো করে ভাইরাল হওয়ার লজ্জা তো আছেই।

Sudipto

সম্পর্কিত খবর