বাংলাহান্ট ডেস্ক : তিনি শুভজিৎ ব্যানার্জী। একজন প্রবাসী ভারতীয়। কর্মসূত্রে থাকতে হয় বিদেশ-বিভুঁইয়ে। তবুও তিনি তো ভারতেরই সন্তান! ৭৬ তম স্বাধীনতা দিবস উপলক্ষে যখন আসমুদ্রহিমাচল সেজে উঠেছে তেরঙ্গায়, চারিদিকে যখন জাতীয় সঙ্গীতের সুরে উপচে পড়ছে দেশপ্রেমের জোয়ার, তখন ভারত মায়ের এই প্রবাসী সন্তানের হৃদয়ও তো বলে উঠতে চাইবে ‘বন্দেমাতরম’। একবার হলেও তো জাতীয় পতাকার সামনে হাতজোড় করে গাইতে ইচ্ছে করবে ‘জনগণমন-অধিনায়ক জয় হে’। আর সেই ইচ্ছা পূরণ করতেই প্রবাসী বাঙালি ভারতীয় শুভজিৎ ব্যানার্জীর প্রত্যক্ষ সহযোগিতায় বর্ধমান শহরের যুবকেরা ৭৫ ফুট দৈর্ঘ্যের তেরঙ্গা নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত করলো। যা রীতিমতো আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে শহর জুড়ে।
আজ বর্ধমানের উন্মাদনা ছিল দেখার মতো। মাথার উপর অবিরাম বৃষ্টি। কিন্তু সেই বৃষ্টিকে উপেক্ষা করেই অসংখ্য যুবক সুবিশাল তেরঙ্গা নিয়ে মিছিল করে হেঁটে যাচ্ছে। মুখে আছে স্লোগান। কখনও ‘জয়হিন্দ’, কখনও বা ‘বন্দেমাতরম’। আবার কখনও বা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ডাকে সাড়া দিয়ে স্লোগান উঠেছে ‘হর ঘর তিরঙ্গা’। কারও কারও হাতে আবার আছে একাধিক তিরঙ্গাও। সর্বোপরি যুবক দলের যে উৎসাহ এদিন দেখা গেছে তা এককথায় অভাবনীয়।
মিছিলের সামনে রয়েছে একটি ব্যানার। সেখানে লেখা রয়েছে, ‘স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যে দেশের একতা ও অখণ্ডতার প্রতীক, ত্রিবর্ণ রঞ্জিত এই ৭৫ ফুট জাতীয় পতাকা দিয়ে সহযোগিতা করেছেন আমাদের পূর্ব বর্ধমান জেলার প্রবাসী বাঙালি শ্রী শুভজিৎ ব্যানার্জী।’ এই প্রবাসী ভারতীয় জানান,’স্বাধীনতা দিবসে বৃষ্টি উপেক্ষা করে যে সকল রাষ্ট্রবাদী মানুষ এই শোভাযাত্রায় অংশগ্রহণ করলেন তাঁদের সকলকে অসংখ্য ধন্যবাদ।’