বাইক না রিক্সা ধরতেই পারবেন না, এক বাইকেই ৮ জন সওয়ারি! দেখেই মাথায় হাত পুলিশের

বাংলা হান্ট ডেস্ক: মোটর বাইক নিয়ে হামেশাই কোনো না কোনো খবর উঠে আসবেই আসবে। নিয়ম ভেঙে গাড়ি চালাতে গিয়ে, হয় গাড়িচালক ট্রাফিক পুলিশের হাতে ধরা খেয়েছে, নয়তো বিনা হেলমেটে গাড়ি চালাতে গিয়ে ধরা পড়েছে। এছাড়াও মাঝেমধ্যে দেখা যায় নিয়ম না মেনে মোটর বাইকে তিনজন অথবা চারজনকে নিয়ে সওয়ারি করা হচ্ছে। এমন ঘটনা নিত্যদিনের। তবে তাই বলে একটি বাইকে ৮ জন? এটাও সম্ভব হয় নাকি? এই অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছে এক বাইক চালক। সমাজমাধ্যমে তুমুল ভাইরাল সেই ভিডিও (Viral Video)।

একটি বাইকেই সওয়ারি করছে আটজন ভাইরাল ভিডিও (Viral Video) :

আজ সমাজ মাধ্যমের দৌলতে এমন অনেক জিনিস দেখা যায় যেগুলি দেখে প্রাণ খুলে মানুষ হাসতে পারেন। আর এবার সমাজ মাধ্যমে এমন একটি ভিডিও (Viral Video) ভাইরাল হয়েছে যা দেখে নেট নাগরিকদের চক্ষুচড়ক গাছ। ভাইরাল সেই ভিডিওতে (Viral Video) দেখা গিয়েছে, একটি বাইকে মোট আটজন আরোহী সওয়ারি করছেন। ভিডিওতে দেখা যাচ্ছে, চালক আসনে বসে রয়েছেন এক ব্যাক্তি। ওই ব্যক্তির সামনে বসানো আছে ৩ জন বাচ্চাকে। কোনরকমে আটোঁসাটোঁ হয়ে বসে আছে বাচ্চাগুলো।

এরপর ব্যক্তিটির পিছনে বসে আছেন একজন মহিলা, তার পিছনে একটি বাচ্চা ছেলে বসে। একদম শেষে একটি মেয়ে সে আবার একটি বাচ্চাকে কোলে নিয়ে বসে আছেন। অর্থাৎ ফুল ফ্যমিলি যে বাইকে চড়ে বসেছে সেটা বোঝাই যাচ্ছে। শুধু আরোহীরাই নয়, একই সাথে বাইকে রয়েছে কিছু জিনিসপত্র। বলা চলে বাইকের যা অবস্থা তাতে বিন্দুমাত্র জায়গা নেই হাওয়া প্রবেশ করারও।

আরও পড়ুন: বদলে যাচ্ছে তিন দশকের পুরনো নিয়ম! বিরাট পদক্ষেপ অন্ধ্রপ্রদেশ সরকারের

ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের শাহজাহানপুরে। একটি বাইকে আটজন আরোহী দেখে পুলিশও রীতিমতো অবাক হয়ে গেছেন। তিনিও গুনতে শুরু করেছেন একটি বাইকে ঠিক ক’জন ব্যক্তি বসা। সেই সাথে প্রশ্ন করেন “কেন এইভাবে বাইক চালাচ্ছ?” ভিডিওর ওপার থেকে আরো এক পুলিশ অফিসার বলেন “এক কাজ করুন বাইক বিক্রি করে রিকশা নিয়ে নিন”। এটা বলার কারণ হচ্ছে রিকশা নিয়ে নিলে অনায়াসে পুরো ফ্যামিলি তাতে ধরে যাবে। যদিও বাইকের এমন অবস্থা দেখে পুলিশ আধিকারিকরাও হেসে ফেলেছেন। তাই আর বিশেষ কিছু না বলে তাকে ছেড়ে দেন।

কিন্তু ভারতীয় আইন অনুযায়ী একটি বাইকে এতজন আরোহীকে নিয়ে সওয়ারি করা অপরাধ। তার থেকেও বড় কথা হচ্ছে যখন তখন এর ফলে দুর্ঘটনা ঘটে যাওয়া সম্ভাবনা থাকেটে। কারণ একটি বাইকেরও ধারণ ক্ষমতা রয়েছে। কিন্তু যদি তার চেয়ে দ্বিগুণ ওজনের মানুষ বসানো হয় বাইকে তখনই ঘটে যায় দুর্ঘটনা। যদিও সমাজ মাধ্যমে এই ভিডিও (Video) ভাইরাল হতে নেট জনতারাও বেশ মজা লুটেছেন।

Sunanda Manna
Sunanda Manna

সুনন্দা মান্না, বাংলা হান্টের স্ক্রিপ্ট রাইটার। গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতা করার পর থেকেই সংবাদ মাধ্যমে কাজ শুরু। দেশ থেকে বিদেশ, রাজনীতি, বিনোদন বিভিন্ন তথ্যই আপনাদের কাছে তুলে দেওয়া আমার মূল লক্ষ্য।

সম্পর্কিত খবর