গ্রিলের ফাঁক দিয়ে তৃষ্ণার্ত পায়রাকে জল খাওয়াচ্ছে খুদে, ভাইরাল ভিডিও দেখে আবেগাপ্লুত সকলে

বাংলা হান্ট ডেস্কঃ সোশ্যাল মিডিয়ায় আমাদের সামনে বিভিন্ন সময় নানান বৈচিত্র্যময় ভিডিও উঠে আসে, যা অনেক ক্ষেত্রে আমাদের হতভম্ব করে তোলে তো আবার কখনও সেগুলি বেশ মজাদারও হয়। তবে সম্প্রতি যে ভিডিওটি ভাইরাল হয়েছে, তা সকল সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের যেমন মুগ্ধ করেছে ঠিক তেমনি ভিডিওর মাধ্যমে এক সুন্দর বার্তা তুলে ধরা হয়েছে।

‘Arya Samaj’ নামক ফেসবুক অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয় ভিডিওটি। ভিডিওর প্রথম অংশে একটি ছোট্ট বাচ্চা এবং এক পায়রার দেখা মেলে। কোনো এক বাড়ির চালের উপর বসে থাকতে দেখা যায় সেই পায়রাটিকে এবং কিছুটা উপরে দিয়ে গ্রিল দিয়ে ঘেরা জানলার বাইরের অংশে সেই ছোট্ট বাচ্চাটি বসে থাকে। এরপর এমন এক দৃশ্যের দেখা মেলে, যাতে মুগ্ধ হয়ে যান সকল সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা। ভিডিও পরবর্তী অংশে দেখা যায় ছোট বালকটি একটি গ্লাস থেকে বড় আকারের চামচে জল ভরতে থাকে। হাতে চামচটি নিয়ে এরপর ধীরে ধীরে গ্রিলের ফাঁক দিয়ে সেটি বাড়িয়ে দিতে থাকে পায়রাটির উদ্দেশ্যে এবং সেও পরম তৃপ্তিসহ তা পান করতে থাকে। এবং এরপর শেষ হয় ভিডিওটি।

ভিডিওটি দেখে স্পষ্টতই বোঝা যায় যে, তীব্র গরমের হাত থেকে কিছুটা স্বস্তি দেওয়ার জন্যই পাখিটিকে জল পান করতে সাহায্য করছে বালকটি। ভিডিওটি শেয়ার করে পোস্টদাতা দেখেন, “দয়া হল ধর্মের মূল উদ্দেশ্য।” অর্থাৎ এই গরমে মানুষের সাথে সাথে বাইরের পশু পাখিদেরও কষ্টের সম্মুখীন হতে হয়। ফলে ‘তাদের উদ্দেশ্যে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়াই হলো মানবতার মূল ধর্ম’, এহেন বার্তা তুলে ধরা হয় এই ভিডিওয়।

ভিডিওটি পোস্ট করার সঙ্গে সঙ্গেই তা ভাইরাল হয়ে ওঠে এবং সকলেই লাইক ও কমেন্ট দিয়ে নিজেদের ভালোবাসা উজাড় করে দেয়।

Sayan Das

সম্পর্কিত খবর