গরিব ব্যক্তির হাতে জল ও খাবার তুলে দিলো ছোট্ট শিশু! ভাইরাল ভিডিও দেখে আবেগপ্লুত নেটিজেনরা

বাংলা হান্ট ডেস্কঃ সোশ্যাল মিডিয়ায় আমাদের সামনে বিভিন্ন সময় নানান বৈচিত্র্যময় ভিডিও উঠে আসে, যা অনেক ক্ষেত্রে আমাদের হতভম্ব করে তোলে তো আবার কখনও সেগুলি বেশ মজাদারও হয়। তবে সম্প্রতি যে ভিডিওটি ভাইরাল হয়েছে, তা সকল সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের যেমন মুগ্ধ করেছে ঠিক তেমনি ভিডিওর মাধ্যমে এক সুন্দর বার্তা তুলে ধরা হয়েছে।

‘Dipankar Naskar’ নামক ফেসবুক অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয় ভিডিওটি। ভিডিওর প্রথম অংশে এক ছোট্ট শিশুর দেখা মেলে। এখানে সেই ছোট্ট শিশুটির হাতে জলের বোতল এবং খাবার সহ একটি প্লাস্টিকও দেখা যায়। এরপর কিছুটা দূর থেকে এক ব্যক্তি ধীরে ধীরে শিশুটির দিকে এগিয়ে আসতে থাকে। ভিডিও পরবর্তী অংশে দেখা যায়, সেই ছোট বাচ্চাটি পানীয় এবং খাবারের প্লাস্টিকটি সেই ব্যক্তির হাতে তুলে দেয়।

ভিডিওয় সেই ব্যক্তির হাতে একটি ছোট্ট লাঠি এবং পরনে শুধুমাত্র লুঙ্গি ছিল। শরীরের উপর অংশে একটি জামা পর্যন্ত ছিল না তার। ফলে এটি স্পষ্ট হয় যে, গরিব মানুষটির হাতে খাবারের কিছু সামগ্রী তুলে দেওয়াই ছিল ছোট্ট শিশুটির প্রধান উদ্দেশ্য। এরপর ব্যক্তিটি শিশুর উদ্দেশ্যে হাতজোড় করলে উল্টোদিকে তাকেও হাত জোড় করে প্রণাম করতে দেখা যায়। এমনকি সেই লোকটির উদ্দেশ্যে এরপর হাত নাড়ে সে।

ভিডিওটি ভাইরাল হওয়ার পরেই শিশুটির প্রশংসায় পঞ্চমুখ হয়ে ওঠে সকল সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা। এইটুকু বাচ্চার এহেন কর্মকান্ড দেখে সকলে অবাক হয়ে যান। ভিডিওটিতে এক ব্যক্তি কমেন্ট করেন, “মন টা খারাপ ছিল হটাৎ এই ভিডিও আমার scroll list এ থেমে দেখলাম মন ভালো হয়ে গেলো । মুগ্ধ হয়ে যাচ্ছি 50 বার পার করেও।”

ভিডিওটি পোস্ট করার সঙ্গে সঙ্গেই ভাইরাল হয়ে ওঠে এবং সকলে লাইক এবং কমেন্ট করে নিজেদের ভালোবাসা উজাড় করে দেয়।

Sayan Das

সম্পর্কিত খবর