ছাগল খেয়ে ফেলায় কুমিরের উপর অমানবিক প্রতিশোধ নিল গ্রামবাসীরা! ভাইরাল ভিডিও

বাংলা হান্ট ডেস্ক: বন্যপ্রাণীদের বাঁচাতে সারা বিশ্বজুড়েই শুরু হয়েছে আন্দোলন। যত দিন যাচ্ছে তত তীব্র আকার ধারণ করছে এই আন্দোলনগুলির গভীরতা। কিন্তু, এরই মাঝে চরম অমানবিক ঘটনা ঘটল পাকিস্তানে।

গত মঙ্গলবার সকালে পাকিস্তানের সিন্ধু প্রদেশের মিরপুরখাস জেলার কাছে গ্রামবাসীরা একটি পূর্ণবয়স্ক কুমিরকে নির্মমভাবে হত্যা করেছে। গ্রামবাসীরা অভিযোগ করেছে যে, ওই কুমিরটি একটি ছাগলকে আক্রমন করে মেরে ফেলে।

তারপরেই উত্তেজিত স্থানীয় লোকজন কুঠারের আঘাতে হত্যা করে কুমিরটিকে। শুধু তাই নয়, কুমিরটিকে মারার পর সেটিকে দড়ি দিয়ে বেঁধে তা বিক্রির জন্য নিয়ে যাওয়া হয় অন্য গ্রামেও। এই প্রসঙ্গে পাকিস্তানের পত্রিকা “দ্য এক্সপ্রেস ট্রিবিউন”-কে একজন স্থানীয় বাসিন্দা জানিয়েছেন, “এটা আমাদের ছাগলকে মেরে ফেলেছে। তাই আমরাও কুঠার দিয়ে কুমিরটিকে মেরে ফেলেছি।”

ইতিমধ্যেই প্রকাশিত হওয়া একটি ভিডিওতে গ্রামবাসীদের দেখা যাচ্ছে যে, কুমিরটিকে মারার পর দড়ি দিয়ে শক্তভাবে বেঁধে অন্য গ্রামে নিয়ে যাচ্ছে তারা। পাশাপাশি, ওই অবস্থায় একজন জানিয়েছেন “আমরা কুমিরটিকে একজন প্রভাবশালীর হাতে তুলে দেব এবং বিনিময়ে কিছু পুরস্কার পাব।”

এদিকে, এই প্রসঙ্গে মিরপুরখাসের স্থানীয় সাংবাদিক মুহাম্মদ হাসেম শার জানিয়েছেন যে, “বন্যপ্রাণীর গুরুত্ব সম্পর্কে স্থানীয় মানুষের মধ্যে কোনো সচেতনতা নেই।” পাশাপাশি, সিন্ধু বন্যপ্রাণী বিভাগের (SWD) ভূমিকার সমালোচনা করেও শার জানিয়েছেন যে, নিরীহ প্রাণীদের হত্যা সত্ত্বেও, কর্তৃপক্ষ সঠিক পদক্ষেপ নিচ্ছে না। তিনি বলেন, মিরপুরখাসে এটাই একমাত্র ঘটনা নয় বরং প্রতিনিয়ত এই ধরনের ঘটনা ঘটছে।

তিনি আরও জানান যে, “আমরা দেখছি মানুষ নিয়মিতভাবে প্রাণী হত্যা করছে এবং SWD এই হত্যাকাণ্ড সম্পর্কে সবকিছু জানে। কিছু প্রভাবশালী ব্যক্তি বন্যপ্রাণী শিকারি ও হত্যাকারীদের মদত দিচ্ছে।” এছাড়াও, স্থানীয় বাসিন্দাদের একাংশ দাবি করেছেন যে, এই এলাকায় অনেক কুমির থাকলেও তারা খুব কমই মানুষ বা কোনো প্রাণীকে আক্রমণ করে। এদিকে, এই ঘটনা প্রকাশ্যে আসার পরই স্বাভাবিকভাবে তীব্র নিন্দার ঝড় উঠেছে।


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর