নিরাপত্তা ভেঙে ঢুকে পড়ে মাঠে, ভক্তের উন্মাদনা দেখে হতবাক রোহিত, ভাইরাল ভিডিও

বাংলা হান্ট ডেস্কঃ  ভারত (India) দ্বিতীয় টি-২০ ম্যাচে নিউজিল্যান্ডকে (New Zealand) ৭ উইকেটে হারিয়ে সিরিজ দখল করেছে। এই ম্যাচে ভারতের অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) এক বিধ্বংসী ইনিংস খেলে দলের জয় সুনিশ্চিত করেছিলেন। পাশাপাশি আরেক ওপেনার কেএল রাহুলও এই ম্যাচে নিউজিল্যান্ডের বোলারদের ঘাম ছুটিয়ে দেন। দ্বিতীয় টি২০ ম্যাচের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে, যা সবার নজর কেড়ে নিচ্ছে।

রাঁচিতে শুক্রবার খেলা ভারত-নিউজিল্যান্ড ম্যাচের সময় এক ব্যক্তি নিরাপত্তা বলয় ভেঙে মাঠে নেমে ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মার একদম কাছাকাছি পৌঁছে যান। যদিও, পরে রাঁচি পুলিশ তাঁকে গ্রেফতার করে নিয়েছিল। তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ। তবে, জিজ্ঞাসাবাদে এটাই জানা গিয়েছে যে, ওই ব্যক্তি রোহিত শর্মার অনেক বড় ফ্যান।

ধৃত যুবকের নাম দয়ানন্দ বলে জানা গিয়েছে। ভারতীয় দল যখন ফিল্ডিং করছিল, তখন সে নিরাপত্তা বলয় ভেঙে একবারে রোহিত শর্মার কাছাকাছি পৌঁছে যায়। নিরাপত্তারক্ষীরা তাঁকে অনেক ধরার চেষ্টা করে, কিন্তু তাঁরা অক্ষম হয়। ওই ব্যক্তি এক দৌড়ে রোহিত শর্মার কাছে পৌঁছে তাঁকে সাষ্টাঙ্গে প্রণাম করে। এরপর নিরাপত্তা রক্ষীরা তাঁকে ধরতে এলে রোহিত শর্মা তাঁদের ওই ব্যক্তির সঙ্গে জোরাজুরি না করে ধীরে সুস্থে বাইরে নিয়ে যাওয়ার কথা বলেন।

দয়ানন্দকে মাঠের বাইরে নিয়ে যাওয়ার পর তাঁকে গ্রেফতার করে পুলিশ। ব্যক্তির কাণ্ড দেখে একদিকে যেমন নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে, তেমনই আবার তাঁর রোহিত শর্মার প্রতি ভালোবাসা দেখে অনেকে আবেগেও ভাসছে। এরকম অনেকেই খেলার মধ্যে তাঁর প্রিয় খেলোয়াড়ের সান্নিধ্যে যেতে চায়, অনেকে যায়ও। কিন্তু যতই হোক, দুই দলের খেলোয়াড়দের নিয়েই নিরাপত্তার একটা ঝুঁকি থেকেই যায়।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর