ট্রেনে সিট না পেয়ে অনবদ্য কায়দা যুবকের, পরের মুহূর্তেই হলেন হাসির পাত্র! ভাইরাল ভিডিও

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ ট্রেনে সিট না পেলে আমরা সচরাচর দাঁড়িয়ে থাকি কিংবা কারোর সিট ছাড়ার অপেক্ষায় থাকি। কিন্তু আজকের এই ভাইরাল যুবক যে কান্ড ঘটালেন তা দেখে অবাক হবেন আপনিও। দেখে নেওয়া যাক আজকের এই কাহিনী।

ট্রেনে যাত্রার সময় মনে পড়ে নিশ্চয় যে সিট না পেলে আমরা বিভিন্ন রকম উপায় খোঁজা শুরু করি। সেরম একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে চলেছে তবে এটি আপনার ধারণার বাইরে। ভিডিওতে দেখা যাচ্ছে যে ভাইরাল ব্যক্তিটি আসন না পেয়ে সিটের উপর একটি চাদর বেঁধে খুব স্বাচ্ছন্দ্যে শুতে চলে যায়। কিন্তু এরপরেই ঘটে দুর্যোগ। হটাৎ সেই ব্যক্তির আকাঙ্খা ভেস্তে গেল যখন সে নিজেই চাদরের সাথে জড়িয়ে পড়ে গেল। এ কি কান্ড! এখন এই মজার ভিডিও যে ক্রমশ ভাইরাল হবে তাই স্বাভাবিক।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই ভিডিওতে দেখা যায় ট্রেনে সিট পাচ্ছেন না সেই ব্যক্তি আর তখনই কষে ফেলে এক ছক। যেমন বুদ্ধি কেমন কাজ। ফলে সে সিটের উপর একটা চাদর বেঁধে দেয়। কিছুক্ষণ পর লোকটি তাতে বিশ্রাম নিতে যায় কিন্তু তাতে বসার সাথে সাথে ঘটে কান্ডটি। চাদর নিয়ে নেমে আসে সে। ওই ব্যক্তির এই অবস্থা দেখে সেখানে বসে থাকা যাত্রীদের হাসির রব ওঠে।

 

View this post on Instagram

 

A post shared by BKS [50k🎯]💪😤 (@memes.bks)

এই ভিডিওটি না দেখলে এখনই দেখে নিন। এতটাই মজার যে আপনি দেখলেই হেসে উঠবেন। ভিডিওটি memes.bks নামে ইনস্টাগ্রামে পোস্ট করা হয়েছে। ক্যাপশনে লেখা কথাটিও মজার। লোকেরা বিভিন্ন মজার কথা লিখেছেন কমেন্টে। একজন ব্যবহারকারী মন্তব্য করেছেন, ‘ভাই জুগারকে পরবর্তী পর্যায়ে নিয়ে যেতে চেয়েছিলেন।’

X