আজব! ১১৭ টাকা যৌতুক দিয়ে ছাগলকে বিয়ে করলেন এই ব্যক্তি! ভাইরাল ভিডিও ঘিরে হাসির রোল

বাংলা হান্ট ডেস্ক: রোজ কতকিছুই না ঘটে চলেছে বিশ্বের বিভিন্ন প্রান্তে। কিন্তু সেগুলির মধ্যে এমন কিছু ঘটনা থাকে যা শোনার পর কার্যত চোখ কপালে ওঠে সবার। এমনকি সেই ঘটনাগুলি রীতিমতো বিশ্বাস করাই কঠিন হয়ে পড়ে। সেই রেশ বজায় রেখে এবার এক অদ্ভুত ঘটনার প্রসঙ্গ সামনে এল। যা শোনার পর আপনিও চমকে উঠতে বাধ্য হবেন। পাশাপাশি সেই সংক্রান্ত একটি ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হতে শুরু করেছে নেটমাধ্যমে। আর তা দেখেই হইচই পড়ে গিয়েছে সর্বত্র।

এমনিতেই, সামাজিক মাধ্যমে বিবাহ সংক্রান্ত বিভিন্ন সব ভিডিও আমরা ইতিমধ্যেই দেখেছি। কখনও বিয়ে করতে গিয়ে বরের চোখে জল আবার কখনও বা বিয়ের মন্ডপেই বর-কনের তুমুল মারপিট, সবকিছুই দেখেছি আমরা। কিন্তু আপনি কি কখনও কাউকে একটি ছাগলকে বিয়ে করতে দেখেছেন? হ্যাঁ, শুনতে অদ্ভুত এবং অবিশ্বাস্য মনে হলেও ঠিক এইরকমই এক ঘটনা এবার সামনে এসেছে।

মূলত, এবার মহাসমারোহে একটি ছাগলের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন ইন্দোনেশিয়ার এক ব্যক্তি। পাশাপাশি, ওই বিরল ঘটনার ভিডিও রেকর্ড করা হয়। যা পরবর্তীকালে পোস্ট করা হয় বিভিন্ন সামাজিক মাধ্যমে। প্রাথমিকভাবে জানা গিয়েছে, গত ৫ জুন, ইন্দোনেশিয়ার গ্রেসিনের বেনজেং জেলার ক্লাম্পক নামক একটি গ্রামে এই ঘটনা ঘটেছে। যেখানে ৪৪ বছর বয়সী সইফুল আরিফ জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছেন একটি মহিলা ছাগলকে।

পাশাপাশি সেই ছাগলটির নাম হল শ্রী রাহায়ু বিন বেজো। মূলত ভাইরাল হওয়া ঐ ভিডিওটিতে দেখা গিয়েছে যে, লোকজনদের উপস্থিতিতেই বরের সাজে সজ্জিত হয়ে ইন্দোনেশিয়ার জাভানিস পোশাক পরে উপস্থিত হয়েছেন সইফুল। পাশাপাশি সেখানে দেখা যায় একটি সাদা রংয়ের ছাগলকেও। তাকেও ভালো ভাবে সাজানো হয়। একেবারে নিয়ম মেনেই সম্পন্ন হয় এই বৈবাহিক অনুষ্ঠানের।

জানা গিয়েছে, সইফুল মোট ২২,০০০ রুপাইয়া অর্থাৎ ভারতীয় মুদ্রায় ১১৭ টাকার যৌতুক দিয়েছেন। এদিকে ঐ ভিডিওটিতে সইফুল স্বীকার করে নিয়েছেন যে, নেহাত কন্টেন্ট এর জন্যই তিনি নাকি ওই ভিডিওটি তৈরি করেছেন। তাঁর লক্ষ্য ছিল ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করা। যদিও, এই ভিডিও ইতিমধ্যেই সরগরম করে ফেলেছে নেটমাধ্যমগুলিকে।

পাশাপাশি ভিডিওটির পরিপ্রেক্ষিতে নিজেদের প্রতিক্রিয়াও জানিয়েছেন নেটিজেনরা। নেহাত কন্টেন্টের উদ্দেশ্যে এহেন ভিডিও বানানো যে মোটেও উচিত হয়নি তা একবাক্যে মেনে নিয়েছেন সকলে। পাশাপাশি সইফুলের সমালোচনাও করেছেন তাঁরা। এই প্রসঙ্গে একজন লিখেছেন, “এটা আদৌ কোনো ভালো ভিডিও নয়।” পাশাপাশি, আরেকজন বলেছেন, “এমন ভিডিও সমাজেরই ক্ষতি করে।” ইন্দোনেশিয়ার স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, ঘটনার পরিপ্রক্ষিতে সইফুল এই কাজের জন্য ক্ষমাও চেয়েছেন।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর