বাংলা হান্ট ডেস্কঃ বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের ওপর হামলা হয়েছে। পাটনা জেলার বখতিয়ারপুরে একটি অনুষ্ঠান চলাকালীন এক যুবক মুখ্যমন্ত্রীর মঞ্চে গিয়ে তাঁকে ঘুষি মারার চেষ্টা করেন। তবে ভালো ব্যাপার হলো সময়মতো মুখ্যমন্ত্রীর নিরাপত্তায় নিয়োজিত কর্মকর্তারা তাকে ধরে ফেলেন। অভিযুক্তকে স্থানীয় পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে।
রিপোর্ট অনুযায়ী, নীতীশ কুমার রবিবার বখতিয়ারপুরের আশেপাশের গ্রামে গিয়েছিলেন তার পুরানো বন্ধু এবং সংগ্রামের দিনগুলিতে একসাথে থাকা লোকদের সাথে দেখা করতে। এই সফরেই তার সঙ্গে এই ধরনের ঘটনা ঘটে। এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়াতেও ভাইরাল হয়ে যায়। এতে দেখা যায় মঞ্চে একটি প্রতিমার কাছে দাঁড়িয়ে রয়েছেন মুখ্যমন্ত্রী নীতীশ। এরই মধ্যে এক যুবক পেছন থেকে সমস্ত নিরাপত্তা বলয় পেরিয়ে মঞ্চে পৌঁছায়। সেখানে পৌঁছে সে নীতীশ কুমারকে ঘুষি মারতে গেলেও লক্ষ্যভ্রষ্ট হয় এবং নিরাপত্তারক্ষীদের হাতে ধরা পড়ে।
পুলিশ তাকে মারধর করে তুলে নিয়ে যায়। তবে ওই যুবককে জিজ্ঞাসাবাদ করে ঘটনার পেছনের কারণ জানার চেষ্টা করছে পুলিশ।
শোনা যাচ্ছে, মুখ্যমন্ত্রী নীতীশ কুমার আজকাল নিয়মিত মানুষের সঙ্গে দেখা করছেন। ‘সমাজ সংস্কার যাত্রা’ শেষ হওয়ার পর তিনি পাটনার অধীন বন্যা কবলিত বখতিয়ারপুর ও নালন্দা গ্রাম পরিদর্শন গিয়েছিলেন। বখতিয়ারপুরের সঙ্গে মুখ্যমন্ত্রী নীতীশের বিশেষ সম্পর্ক রয়েছে। তিনি প্রায়ই সেই পুরনো দিনের স্মৃতি শেয়ার করেন, যখন তিনি বখতিয়ারপুরের এই গ্রামে কয়েক কিলোমিটার হেঁটে যেতেন।