ট্রেনে বসা নিয়ে তুমুল বচসা, জুতো নিয়ে বয়স্ক ব্যক্তিকে পেটাতে গেলেন মহিলারা! ভাইরাল ভিডিও

বাংলা হান্ট ডেস্ক: কথায় আছে বিনা যুদ্ধে নাহি দিব সূচাগ্র মেদিনী। ঠিক যেন সেই ঘটনাই ঘটল পাঁশকুড়া দীঘা লোকাল ট্রেনের কামরায়। যদিও আমাদের দেশে ট্রেনের কামরায় সিট পাওয়া নিয়ে তর্কাতর্কি, মারামারি নতুন কিছু নয় কিন্তু পাঁশকুড়া দীঘা লোকালের ঘটনা রীতিমতো চমকে দেওয়ার মতো।

জানা গিয়েছে, পাঁশকুড়া-দীঘা রুটের একটি লোকাল ট্রেনে প্রবীণ নাগরিকদের জন্য সংরক্ষিত সিটে বসা নিয়ে যাবতীয় অশান্তির সূত্রপাত। অভিযোগ প্রবীণ নাগরিকদের জন্য সংরক্ষিত সিটে বসে পড়েন দুই যুবক যুবতী, পরে এক বয়স্ক যাত্রী তাদের সেই আসন ছেড়ে দিতে বললে শুরু হয় প্রবল তর্কাতর্কি। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয় যে, ট্রেনের অন্যান্য যাত্রীরাও সেই যুগলের সাথে বচসায় জড়িয়ে পড়েন।পরিস্থিতি বেগতিক দেখে সেই যুগল সিভিক ভলিন্টিয়ার ডেকে ঘটনার মীমাংসার দাবি তোলেন।

সিভিক ভলেন্টিয়ার এসে ঘটনা মীমাংসা করার পর সেই যুগল সিট ছেড়ে উঠে যান। এরপর দুই শিশু সেই ফাঁকা সিটে বসে পড়লে শুরু হয় পুনরায় অশান্তি। এক প্রবীণ নাগরিকের সাথে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন ওই শিশু দুটি অভিভাবক।

পরিস্থিতি সামাল দিতে সিভিক ভলেন্টিয়ার এলে কিছু পরে পরিস্থিতি আবারো উত্তপ্ত হয়ে যায়। এমনকি কিছু মহিলাও ওই শিশুর অভিভাবককে জুতাপেটা করেছে বলেও অভিযোগ। এরপর বেশ কিছুক্ষন যাত্রীদের মধ্যে হাতাহাতি, জুতাপেটা ও তর্কাতর্কি চলে বলে খবর। বেশ কিছুক্ষণ বিবাদ মারপিট চলার পর অন্যান্য রেলযাত্রীদের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর