আরেকটু হলে তো ট্রেনেই তুলে দিত! প্ল্যাটফর্মে টোটো চালানোর ভাইরাল ভিডিও

বাংলা হান্ট ডেস্কঃ সোশ্যাল মিডিয়ায় আমরা বহু সময় নানান ভাইরাল ভিডিও দেখতে পাই যা আমাদের কখনো অবাক করে তো কখনো আবার এসব ভিডিও দেখে হাসি থামানো মুশকিল হয়ে পরে। তবে আজকে যে ভাইরাল ভিডিওটি কথা আপনাদের সামনে তুলে ধরবো তা দেখে আপনারা প্রথমে তো অবাক হবেন তার সঙ্গে হয়তো হাসিও পাবে। আবার ভাইরাল ভিডিওটির পেছনে অন্য যে একটি কারণ থাকার সম্ভাবনা রয়েছে, সে সম্পর্কেও জানতে পারবেন। চলুন দেখে নেওয়া যাক ভিডিওটির সত্যতা।

‘Surojit Chanda’ নামক ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি ভিডিও শেয়ার করা হয় এবং সেই ভিডিওটিতে দেখা যাচ্ছে একটি ব্যস্ত রেল প্ল্যাটফর্ম এর দৃশ্য। অফিস টাইমে যে মানুষের ভিড় ও কোলাহল প্ল্যাটফর্মের চারদিক জুড়ে থাকে, তা বলা বাহুল্য এবং সেই একই দৃশ্য দেখা যায় রাণাঘাট স্টেশনে। চমক অবশ্য এখানে নয়। মাত্র কয়েক সেকেন্ডের ভিডিওর পরবর্তী অংশে আপনারা দেখতে পাবেন সেই ভরপুর রেল প্ল্যাটফর্ম-এর মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে একটি টোটো। হ্যাঁ, ঠিকই শুনেছেন!

   

যে প্ল্যাটফর্মের বুকে মানুষ অপেক্ষারত থাকে কখন ট্রেন আসবে এবং তাতে উঠে সে যাত্রা করবে পরবর্তী গন্তব্যে, সেখানে কিনা চলছে টোটো। পরে সেই বাহনটিকে দেখা যায় ধীরে ধীরে প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে যাচ্ছে। ভিডিওটিতে দৃশ্যমান টোটোয় অবশ্য চালক ছাড়া কোনো যাত্রী উপস্থিতি ছিল না। এহেন ভিডিও নিজের অ্যাকাউন্টে পোস্ট করে Surojit Chanda-নামক ব্যক্তিটি মজার ছলে লেখেন, “ভাড়া আরেকটু বেশি দিলে মনে হয় কাকা একেবারে ট্রেনে তুলে দিয়ে আসবে।”

ভিডিওটি শেয়ার হওয়ার সঙ্গে সঙ্গেই তা ভাইরাল হয়ে পরে এবং একাধিক মানুষ লাইক এবং কমেন্ট করে তাদের ভালোবাসা উজাড় করে দেয়। তবে এক সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী কমেন্ট করে বলেন, “এটা স্টেশনেরই মালবাহী টোটো। স্টেশন কতৃপক্ষের অনেক কিছু এক প্ল্যাটফর্ম থেকে অন্য প্ল্যাটফর্মে নিয়ে যেতে হয়, সেই কাজগুলো এই টোটোটা করে। আরও একটা টোটো আছে স্টেশনে, তবে সেটা ঢাকা। ট্রেনে কাঁটা মৃতদেহ বহন করে সেটি।” ফলে এই মন্তব্যের পর অনেকেরই মনে হয়, ইহা সত্য। তবে তার এই কথাটি আদেও সত্য কিনা, সে বিষয়টি কেবল স্টেশন কর্তৃপক্ষ বলতে পারবে।

Avatar
Sayan Das

সম্পর্কিত খবর