প্লেনের মধ্যেই ন্যক্কারজনক কাণ্ড যুবতীর! ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড় নেটপাড়া

বাংলাহান্ট ডেস্ক : আমাদের চারপাশে নানান সময়ে ঘটে চলেছে নানান মজাদার ঘটনা। আর আজকাল সোশ্যাল মিডিয়ার দৌলতে সেই ঘটনাগুলো মুহূর্তের মধ্যেই হয়ে যাচ্ছে ভাইরাল। রাস্তাঘাট থেকে শুরু করে ট্রেন-প্লেনে ঘটে যাওয়া এই মজার ভিডিও দেখে খুশি হচ্ছেন আট থেকে আশি সকলেই। এবার, তেমনই এরোপ্লেনে ঘটে যাওয়া একটি ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নেটদুনিয়ায় ছড়িয়ে পড়ে। প্রাথমিক অবস্থায় দেখে খুব মজার ভিডিও মনে হলেও, কিছুক্ষণ পরেই নেটিজেনদের কাছে পরিষ্কার হয়ে যায় যে, যাকে কেন্দ্র করে ভিডিওটি করা হয়েছে তিনি একটি অত্যন্ত অন্যায় কাজ করেছেন।

কিন্তু, কী এমন করেছেন তিনি ? সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া সেই ভিডিয়োতে দেখা যাচ্ছে যে, ওই মহিলা প্লেনের সিটে বসে থাকা এক যুবকের উপর হঠাৎ করেই লাফ দিয়ে উঠে যান। ওই ব্যক্তি কিছু বুঝে ওঠার আগেই তিনি তাঁর কোলের উপর পা দিয়েই পাশের সিটে যাওয়ার চেষ্টা করতে থাকেন।

সেই সময় ওই ব্যক্তির পাশে বসে থাকা এক ছোট্ট শিশুকে ডিঙিয়েই জানলার দিকে এগিয়ে যান। ভাইরাল ভিডিওটিতে পরিস্কার দেখা যায়, সিটে বসে থাকা যাত্রীদের গায়ে পা লাগলেও সেদিকে কোন ভ্রুক্ষেপ না করেই ওই যুবতী প্লেনের জানলার পাশের সিটে গিয়ে বসেন।

https://twitter.com/In_jedi/status/1536945703775346689

@In_jedi নামের একটি প্রোফাইল থেকে টুইটারে শেয়ার করা হয়েছে ভিডিওটি। ট্যুইটারে শেয়ার হওয়া মাত্রই বহু মানুষ ভিডিওটিতে নানান মন্তব্যের ঝড় তুলেছেন। তবে, ট্যুইটারে শেয়ার হওয়া ভিডিও থেকে একটা বিষয় পরিস্কার, যুবতী এমন কাণ্ডকারখানার পুরোটাই কিন্তু মুখ লুকিয়েই ঘটিয়েছেন। প্লেনের মধ্যেই অন্য একজন যাত্রী পুরো ঘটনাটি ক্যামেরাবন্দি করেছেন বলেই মনে করা হচ্ছে।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর