বাংলা হান্ট নিউজ ডেস্ক: রাস্তায় পুলিশ গুন্ডা বা দুষ্কৃতীদের মারছে, এমন দৃশ্যের সঙ্গে আমরা বেশ পরিচিত। কিন্তু মধ্যপ্রদেশের অর্থনৈতিক রাজধানী ইন্দোর থেকে যে দৃশ্য সম্প্রতি ভাইরাল হয়েছে, তা এই ধারণার থেকে সম্পূর্ণ বিপরীত। এই দৃশ্যে একজন পুলিশকে লাঠির বাড়ি খেতে দেখা গিয়েছে। পুলিশকে মারধরের এই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
ঘটনাটি ঘটেছে ইন্দোরের অ্যারোড্রোম থানার অন্তর্গত ভেঙ্কটেশ নগরের। গান্ধীনগর থানায় কনস্টেবলের কাজ করা পুলিশ জয়প্রকাশ জয়সওয়াল শুক্রবার বিকেলে তার দায়িত্ব শেষ করে পরিবারের সদস্যদের নিতে রেলস্টেশনের দিকে যাচ্ছিলেন। তখন ওই ভেঙ্কটেশ নগরেরই বাসিন্দা দিলীপ প্রজাপত নিজের বাইকে করে যাচ্ছিলেন। সেই সময়ে, কনস্টেবল জয় প্রকাশ এবং দিলীপ প্রজাপতির গাড়ির মধ্যে সংঘর্ষ হয়।
সংঘর্ষে কারোরই তেমন চোট লাগেনি। কিন্তু এই সংঘর্ষের পর প্রথমে উভয়ের মধ্যে তীব্র বচসা হয়। বচসা পরে এতটাই বেড়ে যায় যে দিলীপ পুলিশ কনস্টেবল জয় প্রকাশের মাথায় ইট দিয়ে আঘাত করে। কনস্টেবলটি দিলীপকে থামানোর চেষ্টা করলে দিলীপ তাকে তারই পুলিশের লাঠি দিয়ে বেধড়ক মারধর করে।
In Indore Police constable Jai Prakash Jaiswal assaulted in full public view accused has been arrested @ndtv @ndtvindia pic.twitter.com/NElwWSXOXq
— Anurag Dwary (@Anurag_Dwary) April 9, 2022
হামলার ভিডিও পৌঁছেছে ওই অঞ্চলের এসিপি রাজীব সিং ভাদৌরিয়ার কাছেও। ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে দিলীপ পুলিশকর্মীটির দিকে লাঠি নিয়ে এগোচ্ছেন এবং দৌড়ে তাকে মারধর করছেন। গোটা ঘটনায় ওই কনস্টেবল মাথায় ও হাতে গুরুতর আঘাত পেয়েছেন। এখন, এই ভিডিওর ভিত্তিতে, পুলিশ ২৯৪, ৩২৩, ৩৪১, ৫০৬ IPC এবং ৩০৭ ধারার অধীনে গুরুতর আক্রমণের জন্য একটি এফআইআর নথিভুক্ত করেছে। দিলীপকে অভিযুক্ত করা হয়েছে এবং তাকে গ্রেপ্তারও করেছে পুলিশ।