নাচতে নাচতে নিজের বুকেই ছুরির আঘাত, হোলির মজায় প্রাণ হারালো যুবক! ভাইরাল ভিডিও

বাংলা হান্ট ডেস্ক: সারা দেশ জুড়ে রঙের উৎসবে মেতে উঠেছেন সবাই। হোলির আবহে তাই সর্বত্রই যেন খুশির আমেজ। করোনার মত মারণ ভাইরাসের দাপটে গত দু’বছর ধরে হোলি উদযাপনে ছিল একাধিক নিষেধাজ্ঞা। যে কারণে স্বতঃস্ফূর্তভাবে এই উৎসবে অংশগ্রহণ করতে পারেন নি কেউই। তবে, এই বছর করোনার ভ্রুকুটি কিছুটা কমে যাওয়ায় ফের চেনা ছন্দে ফিরেছেন সবাই।

এদিকে, রঙের দিন অনেকেই আবার নিজেকে রাঙিয়ে মনোনিবেশ করেন সুরা পানে। যার ফলে মাত্রাতিরিক্ত নেশার ফলে মাঝে মাঝে ঘটে যায় বিপদও। তবে, চলতি বছর এই হোলি উৎসবেই এমন একটি ঘটনা ঘটেছে যা দেখে রীতিমত শিউরে উঠেছেন সকলে। শুধু তাই নয়, সেই সংক্রান্ত একটি ভিডিও ভাইরালও হয়েছে নেটমাধ্যমে।

এমনিতেই হোলিকে কেন্দ্র করে একাধিক ভাইরাল ভিডিও খুঁজে পাওয়া যায় সোশ্যাল মিডিয়ায়। যেখানে দেখা যায় যে, গলা পর্যন্ত মদ খেয়ে ভারসাম্য হারিয়ে অদ্ভুত কান্ড করে থাকেন কিছু মানুষ। আর সেগুলি নিছক মজার ছলেই দেখতে ভালোবাসেন নেটিজেনরা। তবে, সম্প্রতি যে ভিডিওটি ভাইরাল হয়েছে তা রীতিমত চমকে দিয়েছে সবাইকে।

ভাইরাল ওই ভিডিওটিতে দেখা গিয়েছে যে, মধ্য প্রদেশের ইন্দোরে বাণগঙ্গা এলাকার এক বাসিন্দা হোলির দিনে মদ্যপান করে নাচতে নাচতে নিজের বুকেই ছুরি বসিয়ে দেন। আর যার ফলও হয় খুব মারাত্মক। জানা গিয়েছে, ওই ব্যক্তির নাম গোপাল সোলাঙ্কি। তাঁর বয়স ৩৮।

ভিডিওটিতে দেখা গিয়েছে, কয়েকজন বন্ধুর সঙ্গে হোলির আনন্দে মেতে উঠেছিলেন ওই ব্যক্তি। বলিউডের একটি জনপ্রিয় গানের তালে তালে কোমর দোলানোর সময়েই হঠাৎ করে তিনি নিজের বুকে পরপর চারবার ছুরি দিয়ে আঘাত করেন।

যদিও, তীব্র নেশার কারণে প্রথমে বুঝতে পারেন নি তিনি। বরং ওই অবস্থাতেই পা মেলাতে থাকেন গানে। কিন্তু, কিছুক্ষণ পরই দেখা যায় তাঁর বুকের কাছে জামা রক্তে লাল হয়ে গিয়েছে। তাঁর বন্ধুরাও মত্ত অবস্থায় বিষয়টি ভালো ভাবে বুঝতে পারেননি। তারপরেই এক মহিলা সেখানে এসে চিৎকার করে বিষয়টি জানাতে থাকেন সবাইকে।

এদিকে, এই ঘটনার পরেই সঙ্গে সঙ্গে গোপালের বন্ধু ও পরিবারের লোকজনরা তাঁকে স্থানীয় শ্রী অরবিন্দ ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্স হাসপাতালে নিয়ে গিয়েছিলেন। সেখানেই চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। সমগ্র ঘটনাটিকে ভিডিও করে পরে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হলে তা পৌঁছে যায় সকলের কাছে।

ঘটনার পরিপ্রেক্ষিতে মৃতের পরিবারের লোকজন সেখানে উপস্থিত বন্ধুদের বিরুদ্ধে লিখিতভাবে পুলিশের কাছে অভিযোগ জানিয়েছেন। পাশাপাশি, পুলিশও পুরো ঘটনার তদন্ত শুরু করেছে। এদিকে, রঙের উৎসবে আনন্দ করতে গিয়ে এভাবে একটি তরতাজা প্রাণ চলে যাওয়ার বিষয়টি মানতে পারছেন না কেউই। পাশাপাশি, ভাইরাল এই ভিডিওটি দেখে নিজেদের প্রতিক্রিয়াও জানান নেটিজেনরা।


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর