ঝগড়ার করে সটান থানায় বৃদ্ধ দম্পতি! মন ছুঁয়ে যাওয়া কাজ করল পুলিশ! ভাইরাল ভিডিও

বাংলা হান্ট ডেস্ক: জীবনে চলার পথে আনন্দ-দুঃখ-ঝগড়ার মত ঘটনা ঘটতেই থাকে। এমনকি, দাম্পত্য জীবনেও এগুলির প্রভাব পরিলক্ষিত হয়। তবে, স্বামী-স্ত্রীর মধ্যে সাময়িক ঝগড়া হলেও পরে কিন্তু তা মিটেও যায়। আসলে আর পাঁচটা সাধারণ ঘটনার মতই এই ঘটনাগুলিও অত্যন্ত স্বাভাবিক আমাদের কাছে। কিন্তু, ঘটনার পরিপ্রেক্ষিতে মাঝে মাঝে তা এমন জায়গায় পৌঁছে যায় যা কার্যত জায়গা করে নেয় খবরের শিরোনামে।

আসলে সম্প্রতি একটি বৃদ্ধ দম্পতির ঝগড়ার প্রসঙ্গ আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। শুধু তাই নয়, সেই ঝগড়ার পরবর্তী সময়ে যা ঘটেছে তা নিঃসন্দেহে অবাক করে দেবে সবাইকে। এমনকি, ওই সংক্রান্ত একটি ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে নেটমাধ্যমে। যা কার্যত দাপিয়ে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়া। জীবনের এতগুলো বছর একসাথে কাটিয়ে আসার পর তাঁদের ঝগড়ার ঘটনা এবং সেটির মীমাংসার ধরণ অবাক করেছে নেটিজেনদের। আর সেই কারণেই বিপুল জনপ্রিয়তা লাভ করেছে ভিডিওটি।

প্রসঙ্গত উল্লেখ্য, বর্তমান ব্যস্ত দুনিয়ায় সকলের কাছেই সময়ের খুব অভাব। এমতাবস্থায়, সোশ্যাল মিডিয়া আমাদের কাছে এমন একটি প্ল্যাটফর্ম যার মাধ্যমে খুব সহজেই আমরা বিভিন্ন খবরের আপডেট এবং নেটমাধ্যমে ভাইরাল হওয়া হাজার হাজার ভিডিও খুঁজে নিতে পারি। তবে সেখানে একাধিক কন্টেন্টের ভিডিও মজুত থাকলেও এমন কিছু ভিডিও থাকে যা সরাসরি পৌঁছে যায় মনের মনিকোঠায়। এই ভিডিওটির ক্ষেত্রেও তার ব্যতিক্রম ঘটেনি।

ভাইরাল হওয়া এই ভিডিওটিতে দেখা গিয়েছে যে, একটি বৃদ্ধ দম্পতি বাড়িতে ঝগড়ার কারণে সটান পৌঁছে গিয়েছেন থানায়। এমতাবস্থায়, তাঁদের এই কাজে কার্যত অবাক হয়ে যান সেখানে কর্তব্যরত পুলিশ অফিসাররাও। তবে, ওই দম্পতির ঝগড়া মেটাতে এক অভিবন পন্থা অবলম্বন করেন পুলিশকর্মীরা।

প্রাথমিকভাবে জানা গিয়েছে, এই ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের গোন্ডা শহরের কাটরা বাজারে। গোন্ডা পুলিশের এসপি সন্তোষ মিশ্র তাঁদের এই বিরোধ মেটাতে সচেষ্ট হন। মূলত, পুলিশকর্মীরা ওই দম্পতিকে একে অপরকে মতিচুর লাড্ডু খাওয়ানোর মাধ্যমে তাঁদের ঝগড়া থামাতে সক্ষম হন।

ভিডিওটিতে দেখা গিয়েছে, ওই বৃদ্ধ এবং বৃদ্ধা কর্তব্যরত পুলিশ কর্মীদের উপস্থিতিতেই একে অপরকে লাড্ডু খাইয়ে দিচ্ছেন। আর এভাবেই তাঁদের সমস্ত ঝগড়ারও অবসান ঘটে যায় এক লহমায়। আর ওই ভিডিওটিই বর্তমানে ভাইরাল হচ্ছে নেটমাধ্যমে। পাশাপাশি, ওই দম্পতির ঝগড়া মেটাতে পুলিশকর্মীদের এই অভিনব উদ্যোগের প্রশংসাও করেছেন সকলে।

ইতিমধ্যেই ভিডিওটিতে লাফিয়ে লাফিয়ে বাড়ছে দর্শক সংখ্যা। এখনই প্রায় ৪২ হাজার ব্যবহারকারী লাইক করেছেন ভিডিওটি। এছাড়াও, এই মন ভালো করা ভিডিওটি দেখে নিজেদের প্রতিক্রিয়াও জানিয়েছেন নেটিজেনরা। তবে, সকলেই ওই বৃদ্ধ দম্পতির দীর্ঘায়ু কামনা করেছেন।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর