বাংলা হান্ট ডেস্কঃ পাকিস্তান (Pakistan) থেকে আরও একবার হিন্দু মন্দিরে হামলা খবর সামনে আসছে। সোমবার পাকিস্তানের করাচিতে (Karachi) এক ব্যক্তি হিন্দু মন্দিরে ভাঙচুর চালায়। যদিও, এটাই প্রথম না যে পাকিস্তানে সংখ্যালঘু সম্প্রদায়ের কোনও আস্থাস্থলে এমন ভাঙচুর করা হল। এর আগেও বহুবার পাকিস্তানে সংখ্যালঘুদের পবিত্র স্থল বিশেষ করে হিন্দু মন্দিরে ভাঙচুর চালানোর খবর সামনে এসেছে। এবছরেরই অক্টোবর মাস্যা সিন্ধ প্রান্তে এক মন্দিরে ঢুকে তাণ্ডব চালিয়েছিল সেখানকার সংখ্যাগুরুরা।
Another Hindu temple desecrated in Ranchore line, Karachi Pakistan
Attackers justified vandalism saying “ये इबादत के लायक नहीं है”
“Temple is unworthy of being a
place of worship”This is state backed terror against minorities of Pakistan @ANI @republic @ZeeNews @thetribunechd pic.twitter.com/GWxOVE96Hy
— Manjinder Singh Sirsa (@mssirsa) December 21, 2021
মিডিয়া রিপোর্টস অনুযায়ী, করাচির রঞ্ছোড় লাইন এলাকায় এক ব্যক্তি সন্ধ্যা বেলায় মন্দিরে ঢুকে ভাঙচুর চালায়। ওই ব্যক্তি মন্দিরে থাকা যোগমায়ার মূর্তি হাতুড়ি দিয়ে ভেঙে ফেলে। যদিও, অভিযুক্ত সেখান থেকে পালিয়ে যাওয়ার আগে জনতা তাঁকে ধরে পুলিশের হাতে তুলে দেয়। রিপোর্টস অনুযায়ী, অভিযুক্তর বিরুদ্ধে ধর্ম অবমাননার সঙ্গে যুক্ত ধারায় মামলা দায়ের করা হয়েছে।
Minorities in Pakistan are distressed with such continued attack on their faith while the Pak Govt chooses to stay mute over such harassment
I urge @DrSJaishankar Ji to raise this issue at global level to support the freedom of religion of Hindus/Sikhs across the border@ANI https://t.co/fZztRvEGED pic.twitter.com/LU7lAPZPRz
— Manjinder Singh Sirsa (@mssirsa) December 21, 2021
বিজেপির নেতা মনজিন্দর সিং সিরসা এই ঘটনা নিয়ে একটি ট্যুইট করে লিখেছেন, ‘করাচি পাকিস্তানে আরও একটি হিন্দু মন্দিরকে অপবিত্র করা হল। হামলাকারী মন্দিরে ঢুকে ভাঙচুর চালিয়ে বলেছে ‘এটা ইবাদতের যোগ্য নয়”। এটা পাকিস্তানের সংখ্যালঘুদের বিরুদ্ধে পাক সরকার সমর্থিত সন্ত্রাসবাদ।” আরও একটি ট্যুইটে তিনি বিদেশ মন্ত্রী এস জয়শঙ্করকে এই বিষয়ে পদক্ষেপ নেওয়ার আবেদন জানান।
Minorities in Pakistan are living a nightmarish life. They don’t have freedom of religion; their minor daughters are getting forcibly converted & their Govt/PM are not doing anything for their safety@ImranKhanPTI Ji; your silence is rubbing salt on their wounds@ANi @republic pic.twitter.com/pftYtNoOfT
— Manjinder Singh Sirsa (@mssirsa) December 21, 2021
অক্টোবর মাসে সিন্ধ প্রান্তে অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীরা একটি মন্দিরে ঢুকে এমনই ভাঙচুর চালিয়েছিল। তাঁরা মন্দিরের দান পেটি থেকে দানের টাকাও লুঠ করে নিয়ে পালিয়েছিল। পরিসংখ্যান অনুযায়ী, সম্প্রতি পাকিস্তানি হিন্দু মন্দিরে হামলার ঘটনা আগের তুলনায় অনেক বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে আবার বিশ্ব মঞ্চে নিজের দেশের সংখ্যালঘুদের নিরাপত্তা দিতে ব্যর্থ থাকার কারণে পাকিস্তানকে তুলোধোনাও করা হয়েছে আন্তর্জাতিক গোষ্ঠীর তরফ থেকে।