খোঁজ মিলল আরেক অরিজিৎ সিংয়ের, ‘দে দোল দোল” গেয়ে ভাইরাল বাংলার ছেলে! রইল তার পরিচয়

বাংলাহান্ট ডেস্ক: আসমুদ্র হিমাচল যখন অরিজিৎ সিংয়ের (Arijit Singh) গানের জাদুতে মুগ্ধ তখন তিনি স্বয়ং অরিজিতের থেকে শতহস্ত দূরে থেকেও মনে মনে তাকে গুরু হিসেবেই মানেন। অরিজিতের গায়কী কে নিজের কন্ঠে ধারণ করে তারই অনুকরণে গান গাওয়ার চেষ্টা করেন। আর মনে প্রাণে বিশ্বাস করেন কোন একদিন অরিজিৎ সিংয়ের সঙ্গে তার দেখা হবে আর দেখা হলেই সেদিন তিনি তার গুরুর পা ছুঁয়ে প্রণাম করবেন। আজও যখন অরিজিতের সুরে “দোল দোল দোল তোল পাল তোল” গানের রেশ কাটিয়ে উঠতে পারছেন না সাধারণ মানুষ, তখন এই যুবক সাদাকালো ফ্রেমে তার গুরুদেবকে অবিকল অনুকরণের চেষ্টা চালিয়ে যাচ্ছেন ডেবরার এক ছোট্ট ঘরে বসে। তবে, গুরুর সুরে সুর মেলানোর পাশাপাশি নেটিজেনদের উদ্দেশ্যে একটি মার্জনাবার্তাও দিয়ে রেখেছেন এই যুবক। বলেছেন, “গুরুদেবকে অনুকরণের চেষ্টা। ভুল-ত্রুটি মার্জনা করবেন।” তাঁর কণ্ঠে মাতোয়ারা নেটপাড়া। কিন্তু, প্রশ্ন উঠছে, কে এই যুবক?

সোশ্যাল মিডিয়ার কল্যাণে ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে যুবকের নাম। পেশায় পোস্টমাস্টার আকাশ কুমার দাস নামের ওই যুবক পশ্চিম মেদিনীপুরের ডেবরা ব্লকের বহুলাশিনীর বাসিন্দা। জানা গিয়েছে, আকাশ ছোটবেলা থেকেই গান অন্ত প্রাণ। তার কাকুর হাত ধরেই সুর, তাল আর ছন্দের সাথে তার প্রথম আলাপ হয়েছিল। গানের প্রতি দুর্দান্ত আকর্ষণ অনুভব করতেই শুরু হয় তার সংগীত সাধনার যাত্রাপথ। পুরনো দিনের গানের প্রতি আকাশের অন্যরকম ভালোলাগা থাকলেও এই গায়ক নিজেকে অরিজিৎ সিংয়ের ‘ডাই হার্ড’ ফ্যান বলতেই বেশী পছন্দ করেন। তাই সাম্প্রতিক কালে লাইভ কনসার্টে গাওয়া এই গানটি ভাইরাল হতেই আকাশ নিজেও গুনগুনিয়ে ওঠে। “দোল দোল দোল “ গানটি গেয়ে সেই ভিডিয়ো পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। আর, তারপর বাকীটা ইতিহাস। নিমিষেই ভাইরাল হয়ে যান তিনি।

আকাশের কথায়, “চার বছর থেকে কাকুর কাছে গান শেখা। গানের পাশাপাশি পড়াশোনাটাও চালিয়ে গিয়েছিলাম। জুলজিতে স্নাতক হওয়ার পরেই এই চাকরিটা পেয়ে যাই। মধ্যবিত্ত পরিবারের সন্তান হওয়ায় রুটি রুজির জন্য কাজটা নিয়েছিলাম। তবে শিল্পীর সম্মান পাওয়ার স্বপ্নটা আজও রয়েছে।” নিয়মিত অরিজিতের কাছ থেকে তালিম নিতে না পারলেও অরিজিৎ সিংকে ‘গুরু’ মানেন আকাশ। তাঁর সুপ্ত ইচ্ছে প্রসঙ্গে বলেন “একটাই স্বপ্ন, অরিজিৎ সিংয়ের সঙ্গে একবার দেখা করতে চাই। তাঁর পায়ে হাত দিয়ে প্রণাম করতে চাই। ”

অরিজিতের মতোই আকাশের সুরেও মুগ্ধ লাখো লাখো শ্রোতা। তাঁর ফেসবুকে ফলোয়ার্সের সংখ্যা প্রায় ছয় হাজার। অনেকেই তাকে দ্বিতীয় অরিজিৎ সিং হিসাবেও মন্তব্য করেছেন। তবে, তিনি যে রাতারাতি ভাইরাল হয়েছেন শুধু তাই নয়, বরং অরিজিৎ আর আকাশ দুজনে মিলে যেন সৃষ্টি করেছেন বর্তমান সংগীত জগতে এক দ্রোণাচার্য একলব্যের গল্পকথা।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর