বাংলাহান্ট ডেস্ক, ভাইরাল ভিডিও : প্রতিদিন পশুপাখির কতই না ভিডিও ভাইরাল (viral video) হয় সারা বিশ্বে। কিছু ভিডিও দেখে যেমন হাসিতে পেট ফাটে নেটাগরিকদের তেমনই বেশ কিছু ভিডিও দেখে শিড়দাঁড়া বেয়ে নেমে যায় শীতল স্রোত। সম্প্রতি ভাইরাল হয়েছে এমনই এক ভয়ংকর ভিডিও। যেখানে এক এলিগেটরকে গিলে ফেলতে দেখা যায় এক বিশাল অ্যানাকোন্ডাকে।

ব্রাজিল বলতে আমাদের সামনে যে তিনটি শব্দ ভেসে ওঠে তা ফুটবল, কফি ও ভয়ংকর আমাজনের জঙ্গল। আমাজন বনের বেশিরভাগটাই ব্রাজিলে। আর এই অরন্যেই থাকে বিশ্বের অন্যতম ভয়ংকর প্রাণীরা। কই মাছের মত ছোট মানুষখেকো পিরানহা থেকে বিশাল অ্যানাকোন্ডা সাপ সকলেই ব্রাজিলের এই বৃষ্টি অরণ্যের বাসিন্দা।
সিনেমা ও টিভির দৌলতে আমাদের অনেকেরই এই ভয়াল সাপ অ্যানাকোন্ডা সম্পর্কে কম বেশী ধারনা আছে৷ তাদের বিশাল দেহ অবলীলায় গিলে ফেলতে পারে বড় বড় প্রাণী। এবার তেমনই আরেকটি গলাধঃকরনের ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে।
জানা গিয়েছে ঐ ভিডিওটি মনস শহরের পন্টা নেগ্রা লোকালয় থেকে ধারণ করা হয়েছে। ২৩ সেকেন্ডের এই ভিডিওটিতে দেখা যায় এক এলিগেটরকে আষ্টেপৃষ্টে জড়িয়ে রয়েছে এক অ্যানাকোন্ডা। প্রসঙ্গত এলিগেটর কুমীর জাতীয় প্রাণী। সে নিজেও ভয়ংকর মাংসাশী।
ভিডিওতে দেখা যায় দড়ি বেঁধে সেই এলিগেটরটিকে মুক্ত করার চেষ্টা করছে জনতা। কিন্তু অনেক টানাটানির পরও মুক্ত করা যায়নি তাকে। ভিডিওটি সামাজিক মাধ্যমে পোস্ট হতেই তুমুল ভাইরাল হয়ে যায়, দেখে নিন সেই ভিডিও
Ê CAROÇO! 😳
Uma sucuri foi flagrada tentando engolir um jacaré na área de um condomínio na Ponta Negra. 🐍🐊 pic.twitter.com/d3JlCQm3Ey
— Manaus Pop (@manaus_pop) August 17, 2020