পাকিস্তানে হিন্দু সাফাইকর্মীকে হত্যার চেষ্টা, ধর্ম অবমাননার অভিযোগ তুলে হামলা উন্মাদীদের! ভাইরাল ভিডিও

Published On:

বাংলাহান্ট ডেস্ক : পাকিস্তানে (Pakistan) সংখ্যালঘু হিন্দুদের (Minority Hindu) উপর অত্যাচার অব্যাহত। এক হিন্দু সাফাইকর্মীর বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ তুলে হত্যার চেষ্টা করার অভিযোগ উঠে এল। জানা যাচ্ছে, ওই ব্যক্তির নাম অশোক কুমার। তাকেই হত্যা করার জন্য তার বাড়ির আশেপাশে জড়ো হয়েছে কয়েকশ পাকিস্তানি জনতা। বিক্ষুব্ধ জনতা ওই ব্যক্তিকে নিচে আসার জন্য হুমকি দিতে থাকে। আর অশোক কুমার তখন প্রাণ হাতে পুলিশের জন্য অপেক্ষা করতে থাকে। পাকিস্তানের হায়দরাবাদের (Hyderabad) ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে ভারত জুড়েও।

এই ঘটনার কথা ট্যুইট করে প্রকাশ্যে আনেন মুবাসির জইদি নামে এক সাংবাদিক। তিনি লেখেন, ‘পুলিশ একদল হিংসাত্মক জনতাকে ছত্রভঙ্গ করছে। এই হিংস্র জনতা এক হিন্দু সাফাইকর্মীকে তাদের হাতে তুলে দেওয়া দাবি জানায়। সেই সাফাইকর্মীর বিরুদ্ধে অভিযোগ সে নাকি ধর্ম অবমাননা করেছে। পুলিশ বলছে, স্থানীয় এক ব্যক্তির সঙ্গে ঝামেলার জন্যই ওই হিন্দু সাফাইকর্মীকে হেনস্তা করার চেষ্টা করা হয়েছে।’ এই মন্তব্যের সঙ্গে তিনি একটি ভিডিও আপলোড করেন। সেই ভিডিওতে দেখা যাচ্ছে, উন্মত্ত জনতা ভীড় জমিয়েছে একটি বাড়ির সামনে। হঠাৎই লাঠি চালাতে শুরু করে পুলিশ। মুহুর্তের মধ্যেই ভয়ে পালাতে শুরু করে তারা। বেশ কয়েকজনকে রাস্তায় পড়ে পুলিশের হাতে মার খেতেও দেখা যায়।

পাকিস্তানি সাংবাদিক নায়লা ইনায়ৎ ট্যুইট করে জানান, ‘পাকিস্তানের হায়দরাবাদে হিন্দু সাফাইকর্মী অশোক কুমারের বিরুদ্ধে অভিযোগ উঠে আসছে তিনি নাকি কোরানকে অপমান করেছেন। এই কারণে অশোক কুমারের বিরুদ্ধে পাকিস্তানের সংবিধান অনুসারে ধর্ম অবমাননার জন্য নির্দিষ্ট ২৯৫ বি ধারায় মামলা দায়ের করা হয়েছে।’

এই অভিযোগ উঠে আসছে এক স্থানীয় ব্যবসায়ী বিলাল আব্বাসীর সঙ্গে অশোকের ঝামেলার পরই। বিলাল আগেই পুলিশের কাছে অশোকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে। কিন্তু পুলিশ আসার আগেই উন্মত্ততায় জনতা পৌঁছে যায় অশোকের বাড়ির সামনে। তারপরই পৌঁছে যায় পুলিশ। লাঠি চালিয়ে বিক্ষুব্ধ জনতাকে ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। গ্রেফতার করা হয় অশোক কুমারকেও।

X