ভাইরাল ভিডিও : নানচাকু চালিয়ে নেটপাড়া মাত ভালুকের, নেটিজেন বলল ‘ব্রুস লির ভাই’

বাংলাহান্ট ডেস্ক / ভাইরাল ভিডিও : নানচাকু চালানো মোটেই সহজ কর্ম নয়। রীতিমতো প্রশিক্ষণ না নিলে নানচাকুতে আহত হওয়ার সম্ভাবনা রয়েছে। নানচাকু চালিয়েই এবার নেটপাড়ায় ভাইরাল হল এক ভালুক।

PicsArt 07 16 07.38.04

বর্তমান যুগ সামাজিক মাধ্যমের যুগ। স্মার্ট ফোনে ধারন যে কোনো ছবি বা ভিডিও সারা বিশ্বের সাথে ভাগ করে নেন নেট পাড়ার বাসিন্দারা। আর সেই ভাইরাল ছবি বা ভিডিও এর জেরেই রাতারাতি তারকা বা খলনায়ক বনে যায় যে কেউ। আবার কোনো কোনো ভিডিও ও ছবি যেমন নেটপাড়াকে ভাবিয়ে তোলে তেমনই অনেক পোস্ট খারাপ সময়েও মন ভাল করে দেয়।

ভাইরাল ভিডিওটি সম্ভবত কোনো চিড়িয়াখানার। ভিডিওতে দেখা যায় ভালুকটি অত্যন্ত দক্ষতার সাথে নান চাকু চালাচ্ছে। ভিডিওটি পোস্ট হতেই ভাইরাল হয়ে যায়৷ নেটপাড়ায় জোর হইচই শুরু হয়েছে ভালুকটিকে নিয়ে। কেউ কেউ বলছেন ভালুকটি নিশ্চই ব্ল্যাক বেল্ট৷ আবার এক নেটিজেন ভালুকটিকে ব্রুস লির ভাই ও বলেছেন।

https://twitter.com/shirokumaroko/status/1281924476876161024?s=19

কিছুদিন আগের আরো কে ভাইরাল ভিডিওতে দেখা যায়, বানরটি ট্রাফিক পুলিশের চালান বইটি নিয়ে দীর্ঘক্ষণ টেবিলে বসে রইল। শুধু তাই নয়, তিনি নিজের হাতে কলমটি ধরে এবং ট্র্যাফিক চালানের বইয়ের পৃষ্ঠাগুলি ঘুরিয়ে ফিরিয়ে দেখে। যেন তিনি চালান বইটি কী এবং কীভাবে চালানগুলি কেটে যায় দেখছে। এদিকে, সেখানে উপস্থিত পুলিশ সদস্যরাও তখন অবাক।

দৃশ্যটি দেখে মনে হচ্ছিল বানর নিজেই চালান কাটতে চলেছে। একজন পুলিশ তার দিকে বন্দুক তুললে বাঁদর লাফ দিয়ে উঠে চেয়ার থেকে টেবিলের উপর বসে পুলিশ কর্মচারীকে ভয় দেখাতে শুরু করে। যদিও কিছুক্ষণের এই অসতর্কতায় এক মহিলা পুলিশকর্মী চালান বই নিয়ে নেন। তারপর তার থেকে ছিনিয়ে নিতে চেষ্টা করলেও তাতে সফল হয়নি বানরটি।

 

সম্পর্কিত খবর