বিরিয়ানি খেতে দেড় কিমি লম্বা লাইনে দাঁড়ালো খাদ্য রসিকেরা ! ভাইরাল ভিডিও দেখে অবাক নেট জনতা

Viral video : বিরিয়ানি খেতে কে না ভালোবাসে; তবে বিরিয়ানির জন্য কতটা লাইন দিতে পারেন আপনি? হয়তো উত্তরটা ১০ থেকে ১৫ মিনিট। আপনার যদি খুব বেশি ধৈর্য থাকে তা হলে ১ থেকে ২ ঘন্টা। কিন্তু এক প্যাকেট বিরিয়ানির জন্য দেড় কিলোমিটার লম্বা লাইনে দাঁড়ানো! অসাধারণ বিরিয়ানি প্রেমের এই রেকর্ড এখন বেঙ্গালুরুর মানুষদের পকেটে। আর সেই লাইনের ভিডিও পোস্ট হতেই তুমুল ভাইরাল।

mutton biriyani

কর্ণাটক সরকার ধীরে ধীরে রেস্তোঁরাগুলি পুনরায় চালু করার অনুমতি দিয়েছে। এর ফলেভ অনেক রেস্তোরাঁ কর্তৃপক্ষই নতুন ভাবে ব্যবসায়ে ফিরে এসেছে। পাশাপাশি সেখানে প্রচুর মানুষ বাড়িঘর থেকে বেরোচ্ছেন। নিউ নর্মালে অনেকটাই অভ্যস্ত হয়েছেন তারা।

তবে গত রবিবার হোসকোটের বিখ্যাত আনন্দ দম বিরিয়ানির বাইরে দৃশ্য ছিল দেখার মতো। ব্যাঙ্গালোরের এই রেস্তোরাঁর বাইরে দেড় কিলোমিটারেরও বেশি লম্বা লাইনে দাঁড়িয়ে শত শত ভোজন রসিকের একটি ভিডিও
ভাইরাল হয়েছে।

১.২৬ মিনিটের এই ভিডিওটি পোস্ট করেছেন কাভেরি নামের এল নেটিজেন। ক্যাপশনে তিনি লিখেছেন, বিরিয়ানি ফ্রি কি না? সামাজিক মাধ্যমে পোস্ট হতেই মুহুর্তে ভাইরাল হয়েছে এই ভিডিওটি। বয়ে গিয়েছে লাইক কমেন্টের বন্যা। সকলেরই আগ্রহ বিনামূল্যে বিরিয়ানি পাওয়া যাচ্ছে কি না

https://twitter.com/ikaveri/status/1309723269394644998?s=19

,

ad

সম্পর্কিত খবর