কুঁড়েমির সীমা পার, ওড়ার বদলে বাসের ছাদে উঠে কলকাতা ঘুরছে পাখিরা! ভাইরাল ভিডিও

Published On:

বাংলা হান্ট নিউজ ডেস্ক: সারাদিন কাজকর্মের পর আমরা সকলেই ক্লান্ত বোধ করে থাকি। অনেকসময় ধকলের কারণে অন্যান্যদিন যে রাস্তা আমরা হেঁটেই পেরিয়ে থাকি, সেই রাস্তা আমরা কোনও যাত্রীবাহী গাড়িতে করে অতিক্রম করি এমন ঘটনা হামেশাই ঘটে থাকে। বাচ্চা থেকে শুরু করে বুড়ো মানুষ প্রত্যেকেই এই অভিজ্ঞতার শিকার হন।

তবে শুধু মানুষ নয়, বিভিন্ন প্রাণীরাও কিন্তু এমনটা করে থাকে। আমাদের চারপাশে ভালো করে লক্ষ্য করলেই এমন বেশ কিছু জন্তু জানোয়ার আমাদের চোখে পড়বে যারা যথেষ্ট কুঁড়েমির নমুনা পেশ করে থাকে। সোশ্যাল মিডিয়ার দৌলতে বিড়াল কুকুরদের আলিস্যির ভিডিও আমাদের সকলের কাছেই সুপরিচিত। কিন্তু পাখিদের কুঁড়েমি কি আপনার চোখে পড়েছে!

সম্প্রতি এমন একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যেখানে হাওড়াগামী একটি বাস এবং তার ছাদে বসে কিছু কাক যাত্রা করছে। ভিডিওটি করতে করতে সেই ফোনের মালিক এবং তার বন্ধুদের হেসে গড়িয়ে পড়তে শোনা গেছে। বস্তুতই দৃশ্যটি ছিল খুব মজার।

সোশ্যাল মিডিয়ায় ছাড়া মাত্র ভিডিওটি ভাইরাল হয়েছিল। অনেকে অনেক রকম মজার কমেন্ট করেছেন। কেউ বলেছেন “উড়তে মানা আকাশে, বসতে মানা ডালে, তাই বসেছে বাসের ছাদে।” কেউ আবার বলেছেন “কাকেদের গোলটেবিল বৈঠক চলছে বাসের ছাদে।” কেউ আবার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কবিতা অনুকরণ করে লিখেছেন, “বাসের ছাদে কাক, দেখে আমি অবাক!” মোটকথা নেটিজেনরা ভিডিওটি তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করেছেন।

X