কৃষক সম্মেলনে ধুন্ধুমার কাণ্ড! রাকেশ টিকাইতের মুখে ছোড়া হল কালি! একে অপরের পিঠে ভাঙল চেয়ার

বাংলাহান্ট ডেস্ক : কর্ণাটকের কৃষক সম্মেলনে দেখা গেল ধুন্ধুমার কাণ্ড। চলল নির্বিচারে ভাঙচুরও। ভারতীয় কিষান মোর্চার নেতা রাকেশ টিকাইতের মুখে কালো কালি মাখিয়ে দিল বিরোধী পক্ষ। সোমবার দুপুরের এই ঘটনায় এলাকার শাসক দল বিজেপির দিকেই আঙুল তুলেছেন কৃষক নেতা। তাঁর অভিযোগ, স্থানীয় প্রশাসনের প্রশ্রয়য়েই ঘটেছে এমন ঘটনা। ঘটনায় ইতিমধ্যেই তিনজনকে গ্রেফতারও করেছে পুলিশ।

কর্ণাটকের এক কৃষক নেতার বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ ওঠে। এই বিষয়েই আলোচনার জন্য বৈঠক ডাকা হয়। সেই বৈঠকের শেষে সাংবাদিক সম্মেলনের ঠিক আগের মুহুর্তেই ঘটে এই বিপত্তি। অভিযোগ বৈঠক চলাকালীন আচমকাই একদল অজ্ঞাত পরিচয় ব্যক্তি ঢুকে পড়েন। তার পরই শুরু হয়ে যায় ভাঙচুর। ভিডিওতে একে অপরের দিকে চেয়ার ছুঁড়তেও দেখা যায় কয়েকজনকে। এর মধ্যে হঠাৎই কয়েকজন মিলে রাকেশ টিকাইতের মুখে ছিটিয়ে দেয় কালো কালি। কে বা কারা, কী উদ্দেশে এই কাণ্ড ঘটিয়েছে তা এখনও অজানা। তবে এই ঘটনার দায় সম্পূর্ণ ভাবে স্থানীয় প্রশাসনের উপরই চাপিয়েছেন রাকেশ।

ভারতীয় কিষান মোর্চার নেতার অভিযোগ, ‘এই রাজ্যের বিজেপি সরকার অকর্মণ্য। এখানে কোনও পুলিশি নিরাপত্তার ব্যবস্থা টুকুও করেনি। রাজ্য সরকারের প্রচ্ছন্ন মদতেই ঘটানো হয়েছে এমন ঘটনা।’ যদিও এবিষয় নিয়ে কর্ণাটক সরকারের তরফে কোনও প্রতিক্রিয়া এখনও দেওয়া হয়নি। পুলিশ জানিয়েছে, ইতিমধ্যেই তিনজনকে আটক করা হয়েছে।

প্রসঙ্গত, কৃষি আইনের বিরুদ্ধে লাগাতার চলতে থাকা আন্দোলনের অন্যতম প্রধান মুখ ছিলেন রাকেশ টিকাইত। এই আন্দোলনেই কোণঠাসা অবস্থা হয় কেন্দ্রের। বস্তুত আন্দোলনের চাপেই বিতর্কিত তিন আইন প্রত্যাহার করতে বাধ্য হয় কেন্দ্র সরকার। এদিন সেই রাকেশ টিকাইতের উপর হামলার পিছনে রাজনৈতিক ষড়যন্ত্র রয়েছে বলেই মনে করছে দেশের রাজনৈতিক বিশেষজ্ঞ মহল। তবে এবারই প্রথম নয়। এর আগেও রাকেশ টিকাইতের কনভয়ের উপরও হয়েছিল হামলা

Sudipto

সম্পর্কিত খবর