নৌকা বাইতে বাইতেই বাংলা গান ধরল কিশোর, ভাইরাল ভিডিওতে মোহিত নেটপাড়া

বাংলাহান্ট ডেস্কঃ বাংলার আনাচে কানাচে যে কত প্রতিভা ছড়িয়ে আছে তার সঠিক খবর আমরা রাখি না। সামাজিক মাধ্যমের দৌলতে এমন অনেক প্রতিভাই এখন যথেষ্ট সম্মান ও সুযোগ পাচ্ছে। আরো একবার সামাজিক মাধ্যমে ভাইরাল (viral) হল নতুন প্রতিভা। বৈঠা বাইতে বাইতে যার খোলা গলায় বাউল গানে মোহিত হল নেটপাড়া।

PicsArt 07 05 03.29.22

বর্তমান যুগ সামাজিক মাধ্যমের যুগ। স্মার্ট ফোনে ধারন যে কোনো ছবি বা ভিডিও সারা বিশ্বের সাথে ভাগ করে নেন নেট পাড়ার বাসিন্দারা। আর সেই ভাইরাল ছবি বা ভিডিও এর জেরেই রাতারাতি তারকা বা খলনায়ক বনে যায় যে কেউ। আবার কোনো কোনো ভিডিও ও ছবি যেমন নেটপাড়াকে ভাবিয়ে তোলে তেমনই অনেক পোস্ট খারাপ সময়েও মন ভাল করে দেয়।

ভিডিওটি সম্ভবত বাংলাদেশের শ্রীহট্ট (সিলেট) অঞ্চলের। যেখানে এক ১৩ – ১৪ বছরের কিশোরকে দেখা যায় যাত্রী বোঝাই একটি নৌকা বাইতে। বৈঠা হাতেই সে ” বন্ধু মায়া লাগাইছে / পিরিতি শিখাইছে ” গানটি শুরু করে। সম্ভবত সেই গানটি ভিডিও করে নৌকারই কোনো যাত্রী। পরে তিনি সামাজিক মাধ্যমে ভিডিওটি ছেড়ে দিলে তুমুল গতিতে ভাইরাল হয়।

ইতিমধ্যেই মঈনুদ্দিন নামের এই অখ্যাত কিশোরের গানের ভক্ত নেট পাড়া। একজন নেটিজেন ভিডিওটি শেয়ার করে দাবি করেছেন, তিনি অন্তত ৪০ বার ভাইরাল ভিডিওটি দেখেছেন, প্রতিবারই তিনি মুগ্ধ হয়েছেন। দেখে নিন ভাইরাল ভিডিওটি।

https://www.facebook.com/100034552699409/posts/313515303143557/?sfnsn=wiwspwa&extid=PDjO7RH1RLxIGrDk&d=w&vh=i

 

সম্পর্কিত খবর