বাংলাহান্ট ডেস্কঃ মুখে মাস্ক, হাতে ক্রিকেট (cricket) ব্যাট; কোয়ারেন্টাইন সেন্টারকেই ২২ গজের ময়দান বানিয়ে ফেলেছেন একদল যুবক। জীবনকে এমন ভাবে উপভোগ করতে দেখে তাজ্জব নেটিজেনরা। সামাজিক মাধ্যমে তুমুল ভাইরাল (viral) এই ভিডিও (video) আরেকবার প্রমান করে দিল, ইচ্ছে থাকলে উপায় হয়।
বর্তমান যুগ সামাজিক মাধ্যমের যুগ। স্মার্ট ফোনে ধারন যে কোনো ছবি বা ভিডিও সারা বিশ্বের সাথে ভাগ করে নেন নেট পাড়ার বাসিন্দারা। আর সেই ছবি বা ভিডিও এর জেরেই রাতারাতি তারকা বা খলনায়ক বনে যায় যে কেউ।
ভাইরাল ভিডিওটিতে দেখা যাচ্ছে, কোয়ারেন্টাইন সেন্টারে কোনোভাবে জোগাড় করা হয়েছে ব্যাট বল, চেয়ারকে উইকেট বানিয়ে পুরোদমে চলছে খেলা। উত্তেজনায় ভরপুর এই খেলা অবশ্য দর্শকহীন নয়। দর্শকরা সামাজিক দূরত্ব মেনে নিজের নিজের বেড থেকেই খেলা দেখছে।
Have space, will play. Quarantine time pass. 🏏 pic.twitter.com/2rYZFUrGVl
— Omar Abdullah (@OmarAbdullah) June 10, 2020
বিশ্ব জুড়ে চলছে করোনা ভাইরাস সংক্রমণ। মহামারি থেকে গোটা দেশকে রক্ষা করতে, করোনা আক্রান্ত হতে পারেন এমন ব্যক্তিদের ১৪ দিনের কোয়ারেন্টাইনে রাখছেন সরকার। সেখানে অনেকেই করোনা ভয়ে কাঁটা হয়ে আছেন, আবার কেউবা পরিবার বিচ্ছিন্ন হয়ে মানসিক অবসাদে আছেন। তবে মৃত্যু ভয় থেকে শুরু করে মানিসিক অবসাদ যেভাবে হুক বা পুলে বাউন্ডারির বাইরে পাঠাচ্ছেন এই যুবকরা তাতে কোনো প্রশংসাই যথেষ্ট নয়।
সোশ্যাল মিডিয়াতে এর মধ্যে কোয়ারেন্টাইন সেন্টারের নানান ধরনের ভিডিও দেখা যাচ্ছে। অনেক জায়গাতেই মহানন্দে দাবা কিংবা তাস খেলা চলছে, চলছে নাচ গানও। তবে এমন জমাটি ক্রিকেট প্রতিযোগিতা কোথাও দেখা যায়নি