কর্তব্যরত পুলিশকর্মীকে পিছন থেকে গিয়ে সজোরে ধাক্কা ষাঁড়ের! ভাইরাল মর্মান্তিক ভিডিও

বাংলা হান্ট ডেস্কঃ সোশ্যাল মিডিয়ায় একাধিক সময় আমাদের কাছে বিভিন্ন ভাইরাল ভিডিও আসে, যেখানে মানুষ এবং বিভিন্ন পশু, পাখির মধ্যে খুনসুটি দেখা যায় তো কখনো আবার ভিডিওয় আমরা সাক্ষী থাকি কোনো মানুষের উপর কিভাবে ভয়ংকর হামলা করে চলেছে কোন এক পশু। দেশের রাজধানী দিল্লির বুকে ঘটা আজকের ভিডিওর ঘটনাটি অনেকটা সেরকমই।

এক ব্যক্তি তার ট্যুইটার অ্যাকাউন্টে একটি ভিডিও শেয়ার করেন। ভিডিওটি তোলা হয়েছে দেশের রাজধানী দিল্লির উপর অবস্থিত দয়ালপুর নামক এক এলাকায়। লোকেদের মুখে শোনা যায় যে, এই অঞ্চলে প্রায় সবসময়ই বিভিন্ন জন্তু-জানোয়ারকে দেখা যায়। ফলে ঐ সকল অঞ্চলে রাস্তা দিয়ে চলাফেরা করা পথচারীরা আচমকা জন্তুদের হামলার জন্য সর্বদাই আতঙ্কিত থাকে। পথচারী সহ একাধিক বাচ্চা ছেলে মেয়েদের ওপরও এসকল জন্তু-জানোয়ারের হামলার ঘটনা পূর্বে ঘটেছে।

তবে এবার দেখা গেল যে, রাস্তায় দাঁড়িয়ে থাকা এক ডিউটিরত পুলিশকর্মীকে আচমকা এসে ধাক্কা মারে একটি ষাঁড় এবং হঠাৎ সেই আক্রমণের ফলে কিছু বুঝে ওঠার আগেই রাস্তার অপর প্রান্তে ছিটকে পরে যায় জ্ঞান সিং নামের সেই পুলিশকর্মী।

পরবর্তীতে, পরিস্থিতির গুরুত্ব বুঝতে পেরে সেখানকার স্থানীয় মানুষরা তার দিকে ছুটে আসে এবং ষাঁড়টি পুনরায় পুলিশকর্মীর দিকে তেড়ে যাওয়ার চেষ্টা করলে সে সকল মানুষেরা উল্টে তাকে সেখান থেকে তাড়িয়ে দেয়। পুলিশকর্মীটি এই আক্রমণের ফলে বেশ আহত হয়েছে বলেই খবর এবং তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে হাসপাতাল সূত্রে খবর, সে বর্তমানে বেশ কিছুটা সুস্থ অবস্থায় রয়েছেন।

ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন যে, ষাঁড়টি প্রথমে অপর এক ব্যক্তিকে তাড়া করে এবং সেই ব্যক্তি ছুটে পালালে তখন সে গিয়ে আচমকাই ধাক্কা মারে পুলিশকর্মীটিকে। ভিডিওটি শেয়ার হওয়ার সঙ্গে সঙ্গেই তা ভাইরাল হয়ে ওঠে এবং সকল সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা জন্তুটির এহেন কাণ্ড দেখে যে বেশ অবাক, তা আপনারা কমেন্ট দেখলেই বুঝতে পারবেন।


Sayan Das

সম্পর্কিত খবর