ভাইরাল ভিডিও : সমুদ্রে ভেসে আসা কাঠের টুকরোর মত এই প্রানীর ভিডিও (video) এই মুহুর্তে তুমুল ভাইরাল (viral)। ব্রিটেনের মার্টিন গ্রিন নামে এক ব্যক্তি সম্প্রতি এই প্রানীর খোঁজ পান। পরে তিনি জানতে পারেন এর দাম কম বেশী ৪৮ লাখ টাকা (ভারতীয় মুদ্রায়)।
৪৭ বছর বয়সী ঐ ব্যক্তি সপরিবারে ঘুরতে গিয়েছিলেন নর্থ ওয়েলসের কারনারফোন সমুদ্র সৈকতে। সেখানেই তিনি দেখতে পান সমুদ্রে ভেসে আসা কাঠের টুকরো। আপাত দৃষ্টিতে কাঠের টুকরো মনে হলেও তিনি কাছে গিয়ে দেখতে পান সেটি এক ধরনের সামুদ্রিক জীবের কলোনি।
এই প্রানীর ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন তিনি। পোস্ট করার সাথে সাথেই তুমুল ভাইরাল হিয়ে যায় ছবি ও ভিডিওগুলি। তিনি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, তার স্ত্রীই প্রথম এই কলোনিটি দেখতে পান।
গ্রিন পরবর্তীকালে ইন্টারনেট ঘেঁটে জানতে পারেন এই প্রানীগুলি এক ধরনের বার্ণাকল। যা স্পেন ও পর্তুগালে খাবার হিসাবে জনপ্রিয় একই সাথে বিক্রিও হয় চড়া দামে। একটি বার্নাকল সেখানে প্রায় ২৫ পাউন্ডে বিক্রি হয়। সেই কলোনিতে ছিল দু’হাজারেরও বেশি বার্নাকল। সব মিলিয়ে এই বার্নাকল ঝাঁকের দাম হতে পারে প্রায় ৫০ হাজার পাউন্ড। অর্থাৎ ভারতীয় মু্দ্রায় প্রায় ৪৮ লক্ষ টাকা।
যদিও সমুদ্র সৈকতের ঠিক কোথায় এই বার্নাকল গুলি রয়েছে জানান নি গ্রিন। তার আশঙ্কা এই তথ্য প্রকাশ পেলে অনায্য ভাবে কিছু মানুষ তার সুযোগ নেবে।