দৈত্যাকার ইঁদুরকে দেখে ভয়ে কাঁটা বিড়াল! ভাইরাল ভিডিও দেখে অবাক নেটিজেনরা

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ সোশ্যাল মিডিয়ায় একাধিক সময় বিভিন্ন রকম ভিডিও আমরা দেখতে পাই যা কখনো কখনো আমাদের চোখ কপালে তুলে তো কখনো আবার মুগ্ধতায় দুচোখ ভরিয়ে দেয়। কখনো তা হতে পারে দুটি প্রাণীর মধ্যে হত্যালীলা, আবার কখনো ছোট্ট ও মিষ্টি কোনো প্রাণীর খেলার ভিডিও। আজ আপনাকে যে ভিডিওটি দেখাবো সেটি দেখে আপনারা হাসবেন নাকি আশ্চর্য হবেন, তা বলা ভারি মুশকিল। তবে কি এমন রয়েছে সেই ভিডিও-এ, চলুন দেখে নেওয়া যাক।

‘cats_usa_’ নামক ইনস্টাগ্রাম একাউন্ট থেকে শেয়ার হওয়া এই ভিডিওটিতে দেখা যাচ্ছে একটি বিড়াল এবং একটি ইঁদুরকে। সচরাচর এই কথাটি শুনে আপনাদের মনে হতে পারে যে, বিড়ালের শিকার হতে চলেছে ইঁদুরটি কিংবা ইঁদুরের পেছনে ধাওয়া করছে বিড়ালটি। কিন্তু বাস্তবে আপনারা দেখতে পাবেন ঠিক উল্টো টি। ভিডিওর সামনে দেখা যায়, একটি বিড়াল রাস্তার ধারে আরাম করে শুয়ে রয়েছে। কিন্তু হঠাৎ সেখানে আগমন ঘটে একটি ইঁদুরের।

কিন্তু এটি কোন সাধারণ ইঁদুর নয় বরং এর আকার দেখলে চোখ কপালে উঠবে বাধ্য! ফলে এই বৃহদাকার ইঁদুরটিকে দেখে ভয়ে জবুথবু হয়ে যায় বিড়ালটি, যা স্পষ্ট বোঝা যায় ভিডিওটিতে। এরপর সে বিড়ালটিকে একবার স্পর্শ করে তার পাশ দিয়ে বেরিয়ে যায়। কিন্তু বিড়ালটি ভয়ে সেই স্থান থেকে একটুও নড়তে পারে না।

 

View this post on Instagram

 

A post shared by cats usa 🇺🇸 (@cats_usa_)

ফলে একটি ইঁদুরের প্রতি বিড়াল এর এমন ভাব দেখে স্বভাবতই আশ্চর্য হয়েছে সকল সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা। ভিডিওটি পোস্ট হওয়ার সঙ্গে সঙ্গেই তা ভাইরাল হয়ে ওঠে। একাধিক মানুষ লাইক এবং কমেন্ট করে ভিডিওটিতে নিজেদের ভালোবাসা উজাড় করে দিয়েছে।

X