বাংলা হান্ট ডেস্কঃ এই সময়ে বিহারের রাজধানী পাটনা থেকে একটি বড় খবর আসছে। সেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের গাড়িবহরের উপর পাথর ছোড়া হয়েছে বলে জানা যাচ্ছে। এই ঘটনার ভিডিও সামনে এসেছে। এই পাথর ছোড়ার ঘটনায় অনেক গাড়ির কাঁচ ভেঙে যায়। যদিও সেই সময় গাড়িতে ছিলেন না মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। গৌরীচকের সোহগী মোড়ের কাছে এ ঘটনা ঘটেছে।
তথ্য অনুযায়ী, প্রায় এক সপ্তাহ আগে নিখোঁজ যুবকের মৃতদেহ উদ্ধার হয়েছে। এতে ক্ষুব্ধ হয়ে গ্রামবাসীরা গৌরীচকের সোহগী মোডের কাছে পাটনা-গয়া প্রধান সড়ক অবরোধ করে। এদিকে মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের কনভয় সেখান দিয়ে যাচ্ছিল, যা দেখে গ্রামবাসীরা ক্ষিপ্ত হয়ে যান এবং কনভয়ে পাথর ছুড়তে শুরু করেন।
জানিয়ে দিই, সোমবার গয়ায় যাচ্ছেন নীতীশ কুমার। মুখ্যমন্ত্রী নীতীশ সেখানে খরা পরিস্থিতি নিয়ে বৈঠক করবেন এবং সেখানে নির্মিত একটি রাবার ড্যাম পরিদর্শন করবেন। মুখ্যমন্ত্রী নীতীশ হেলিকপ্টারে করে গয়া যাবেন কিন্তু হেলিপ্যাড থেকে অন্য জায়গায় পৌঁছানোর জন্য তাঁর গাড়িবহর পাটনা থেকে গয়ায় পাঠানো হচ্ছে।
#BreakingNews attack on Chief Minister convoy pic.twitter.com/6oOYayEws5
— Bangla Hunt (@BanglaHunt) August 21, 2022
বিক্ষুব্ধ জনতা যুবকের মৃতদেহ রেখে পাটনা-গয়া প্রধান সড়ক অবরোধ করে রেখেছিল। এই বিক্ষোভ চলাকালীন মুখ্যমন্ত্রীর কনভয় সেখান দিয়ে যেতে শুরু করলে বিক্ষুব্ধ গ্রামবাসীরা কনভয়ের ওপর পাথর ছোড়া শুরু করে দেয়। এ কারণে অনেক যানবাহনের জানালার কাঁচ ভেঙে গেছে।