মুখ্যমন্ত্রী রূপে রাজধর্মের শপথ নিয়েছি, পরিবারের নয়! বোনের দারিদ্র্যতা দেখে ভাবুক হলেন যোগী

বাংলা হান্ট ডেস্কঃ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath) নিজের বোনের দারিদ্র্যতা এবং সংগ্রাম দেখে আবেগপ্রবণ হয়ে পড়লেন। এমনকি তাঁর চোখ দিয়ে জলও বেরিয়ে আসে এবং গলা ভারী হয়ে যায়। পরিবারের সাহায্যের বিষয়ে তিনি বলেন, তিনি একজন যোগী এবং মুখ্যমন্ত্রী হিসাবে তিনি রাজধর্মের শপথ নিয়েছেন, পরিবারের নয়।

উল্লেখ্য, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ‘ইন্ডিয়া টিভি’র একটি শো-এ অংশ নিয়েছিলেন। সেই সময় শো-র উপস্থাপক রজত শর্মা তাঁর সঙ্গে রাজ্যের রাজনীতি নিয়ে আলোচনা করছিলেন। তিনি বলেন, কংগ্রেসের সাধারণ সম্পাদক রাহুল গান্ধী তার বোন প্রিয়াঙ্কা গান্ধীকে নির্বাচনে আনতে পারলে, তিনি কেন তা করতে পারেন না? সেই সময় স্ক্রিনে যোগী আদিত্যনাথের বোনের কিছু ছবি-ভিডিও দেখানো হচ্ছিল, যেখানে তাকে গবাদি পশুদের চরাতে এবং একটি খুব ছোট দোকান চালাতে দেখা যায়।

রজত শর্মা বলেন, তোমার বোন বাড়ি থেকে কয়েক কিলোমিটার হেঁটে আসে। চায়ের দোকান ও প্রসাদের দোকান চালায়। আপনার কী এটা মনে হয় না যে, সবাই তাঁর পরিবারের দেখভাল করে, আপনারও করা উচিৎ? এরপরই আবেগপ্রবণ হয়ে মুখ্যমন্ত্রী যোগী! ভরা চোখ ও বন্ধ গলায় বলেন, ‘আমি একজন যোগী আমাকে পুরো রাজ্যের দেখাশোনা করতে হয়। মুখ্যমন্ত্রী হিসেবে আমি রাজধর্মের শপথ নিয়েছি, আমার পরিবারের নয়। আমার কাছে সমগ্র উত্তরপ্রদেশের ২৫ কোটি মানুষই আমার পরিবার। আমি তাদের সুখ-দুঃখের অংশীদার।”

পরিবারের যন্ত্রণা না বোঝার প্রশ্নে সিএম যোগী বলেন, একজন সন্ন্যাসীর কাজ জনকল্যাণ করা। রাজনীতিতে যোগদানের উদ্দেশ্য হল জনকল্যাণ। কিছু মানুষের কাছে পরিবারতন্ত্রই সবকিছু। তিনি বলেন, “অখিলেশের পরিবার তার জন্য প্রচার করছে, আমার জন্য আমার পরিবার (ইউপির মানুষ) প্রচার করছে। আমি জনগণের কাছে যাওয়ার জন্য একটি আনুষ্ঠানিকতা করছি মাত্র। আমার জন্য এখানে (গোরক্ষপুরের) জনসাধারণ নিজেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এখানে আমাদের কর্মীরা নিজেরাই যোগী হয়ে ভোট চাইছেন।” তিনি বলেন যে, গোরক্ষপুর তাঁর কর্মভূমি এবং সেখানকার লোকেরা তাঁর হয়ে নির্বাচনে লড়ছে।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর