বাইক নিয়ে যাওয়ার সময় অযথা হেনস্থার অভিযোগ, মেদিনীপুরে ট্রাফিক পুলিশকে পেটালেন জওয়ান! ভাইরাল ভিডিও

বাংলা হান্ট ডেস্ক: এবার একটি চাঞ্চল্যকর ঘটনার সাক্ষী থাকল মেদিনীপুর শহর! রবিবারের ছুটির দিনের সকালেই শহরে কর্তব্যরত এক ট্রাফিক পুলিশের গায়ে হাত তোলার অভিযোগ উঠল এক CISF (Central Industrial Security Force) জওয়ানের বিরুদ্ধে। আর তারপরেই ওই জওয়ানকে আটক করে পুলিশ। এমনকি, এই ঘটনার ভিডিও চলে আসে নেটমাধ্যমেও। যা ইতিমধ্যেই তুমুল গতিতে ভাইরাল হতে শুরু করেছে।

ঠিক কি ঘটেছে?
জানা গিয়েছে, রবিবার সকালে মেদিনীপুরের বিডিও অফিসের দিক থেকে কুইকোটার রাজ্য সড়কের দিকে নিজের বাইকে করে আসছিলেন ওই যুবক। সেই সময়েই রাস্তায় থাকা যানজট নিয়ে ট্রাফিক পুলিশদের সাথে তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন তিনি। এমতাবস্থায়, ওই যুবকের কাছ থেকে লাইসেন্স সহ গাড়ির প্রয়োজনীয় কাগজপত্র দেখতে চান সেখানে কর্তব্যরত ট্রাফিক পুলিশ।

সেই সময়েই হঠাৎ করে ট্রাফিক পুলিশটি ওই যুবকের মোটরবাইকের চাবি নিতে গেলেই তিনি রেগে গিয়ে কার্যত মারধর শুরু করেন। এদিকে, এই পুরো ঘটনাটি রেকর্ড করার পর তা পৌঁছে যায় নেটমাধ্যমেও। যেখানে পুরো বিষয়টি স্পষ্টভাবে ফুটে উঠেছে।

এদিকে, এই ঘটনার পরে ঘটনাস্থলে তৎক্ষণাৎ পৌঁছে যায় কোতোয়ালী থানার পুলিশ। এমনকি, ঘটনার পরিপ্রেক্ষিতে গ্রেফতারও করা হয় তাঁকে। জানা গিয়েছে, ওই জওয়ানের বাড়ি শহরের গোলাপীচক এলাকায়। এদিকে, তিনি জানান বাইক নিয়ে যাওয়ার সময়ে তাঁকে অযথা হেনস্থা করেন ট্রাফিক পুলিশরা। এমনকি, বাইকের চাবি নিয়ে নিতেই হাতাহাতি শুরু হয় তাঁদের মধ্যে। যদিও, সেখানে থাকা ট্রাফিক পুলিশরা জানিয়েছেন, ওই যুবক নিজেই আগে হামলা চালান।

এদিকে, এই ঘটনা নেটমাধ্যমে ভাইরাল হয়ে যাওয়ার পরে নেটিজেনরা পুরো ঘটনাটি দেখে দ্বি-মত পোষণ করেছেন। অনেকেই ট্রাফিক পুলিশের ওপর এই হামলার ঘটনাকে কড়া নিন্দা জানালেও বেশ কিছু জন আবার ওই জওয়ানের এরূপ প্রতিবাদকে ইতিবাচক ভাবেও দেখেছেন। নেটিজেনদের মতে, বর্তমানে এভাবেই গাড়ির কাগজপত্র যাচাইয়ের নামে টাকা তুলতে থাকে পুলিশ। যার ফলে, এইরূপ আচরণের বহিঃপ্রকাশ ঘটেছে বলে মনে করেছেন তাঁরা।


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর