কিং কোবরা চারিদিক থেকে ঘিরে ফেলল বেজির দল, ভাইরাল ভিডিওতে দেখা গেল হাড়হিম করা ঘটনা

বাংলা হান্ট নিউজ ডেস্ক: সাপের ওপর বিশ্বাস রাখেন এমন মানুষ খুঁজলেও খুব কমই পাওয়া যাবে। এটি এমন একটি প্রাণী যাকে দেখলে অনেক সাহসী মানুষের অবস্থাও খারাপ হয়ে যায়। কিন্তু তবু মানুষের প্রাণীটি সম্পর্কে আগ্রহের অন্ত নেই। তাই সাপ সংক্রান্ত কোনও ভিডিও সামনে এলেই মানুষও সেটা মন দিয়ে পর্যবেক্ষণ করে।

পৃথিবীতে নানান প্রজাতির সাপ আছে, যার মধ্যে অনেকগুলো প্রজাতিই রীতিমতো বিষাক্ত। তাদের মধ্যেও সবচেয়ে বিপজ্জনক মনে করা হয় কিং কোবরা প্রজাতিটিকে। কথিত আছে, মৃত্যু কপালে থাকলে তবেই সাধারণ মানুষ খোলা জায়গায় তার সাক্ষাৎ পায়। তবে মানুষ বাদে এমন অনেক প্রাণী আছে, যারা সাপকে কাবু করতে সক্ষম। কিছু প্রাণী তো সাপকেই তাদের শিকারে পরিণত করে। বেজি তাদের মধ্যে একটি। এই সম্পর্কিত একটি ভিডিও সম্প্রতি সামনে এসেছে, যাতে দেখা যায় বেজির মতো দেখতে অনেক প্রাণী একসঙ্গে একটি রাজগোখরো সাপকে ঘিরে রেখেছে।

   

ভাইরাল হওয়া এই ভিডিওটিতে আপনি দেখতে পাবেন যে মীরকাট যাকে আফ্রিকান বেজিও বলা চলে, সেগুলো তাদের এলাকায় অবাধে ঘুরে বেড়াচ্ছে। সেখানে একটি শঙ্খচূড় সাপকে যেটি আরাম করে বসে আছে। সেই সময় বেজিগুলির চোখ পড়ে বিপজ্জনক সাপটির দিকে। তাদের কাছে আসতে দেখেই সাপটি আক্রমণাত্মক হয়ে ওঠে। কিছুক্ষণ পর তারা সাপটিকে চারদিক থেকে ঘিরে ফেলে।

এই ভিডিওতে আরও দেখা যায়, চারদিক থেকে শত্রুদের দ্বারা বেষ্টিত থাকার পরেও সাপটির মধ্যে নেই হাল ছেড়ে দেওয়ার অভিপ্রায়। সে নিজের মতো করে আত্মরক্ষার জন্য লড়াই করতে থাকে। তাদের লড়াইয়ের ভিডিওটি ন্যাশনাল জিওগ্রাফিকের ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়েছে। এটি এখন পর্যন্ত ৯৬ লাখের বেশি বার দেখা হয়েছে। আর বেজির মতো দেখতে যে প্রাণীগুলিকে দেখা যাচ্ছে ভিডিওতে তাদের বলা হয় মীরকাট এবং তারা আফ্রিকায় পাওয়া যায়। এদেরকে ক্ষুদে বেজিও বলে থাকে।

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর