জঙ্গলে ময়ূরের সাথে কেউটের দুর্ধর্ষ লড়াই! ভাইরাল ভিডিও দেখে চমকে গেলেন নেটিজেনরা

বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়ার দৌলতে “ভাইরাল” শব্দটার সঙ্গে আমরা সকলেই পরিচিত। আর পরিচিত হব নাই বা কেন! সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্ম জুড়েই একটা বড় অংশে স্থান পায় ভাইরাল হওয়া ভিডিওগুলি।

এর মধ্যে কিছু কিছু ভিডিও তৈরি করা হলেও এমন কিছু ভিডিও থাকে যা হয় সম্পূর্ণ অকৃত্রিম। আর সেই ভিডিওগুলির অধিকাংশই থাকে বন্য প্রাণীদের নিয়ে। পাশাপাশি, নেটিজেনরাও এইসব ভিডিও গুলি দেখতে পছন্দ করেন। আর ঠিক সেই কারণেই নেটমাধ্যমে এই সম্পর্কিত নতুন কোনো ভিডিও এলে তা দ্রুত ভাইরাল হয়ে যায় অত্যন্ত সহজেই।

   

সম্প্রতি ঠিক এইরকমই একটি ভিডিও সামনে এসেছে যা দেখে চমকে গিয়েছে লক্ষ লক্ষ মানুষ। এমনিতেই বন্য প্রাণীদের ভিডিওগুলি একটু অন্যধরণের হয়। সেখানে তাদের কখনও একে অপরের প্রতি ভালবাসা দেখা যায় আবার কখনও কখনও তাদের একে অপরকে বিপজ্জনকভাবে আক্রমণ করতেও দেখা যায়। এক কথায়, তাদের নিজেদের স্বভাবের চারিত্রিক বৈশিষ্ট্যগুলিই ফুটে ওঠে সেই ভিডিওগুলিতে।

সম্প্রতি ভাইরাল হওয়া ওই ভিডিওটিতে দেখা যাচ্ছে যে, জঙ্গলের মধ্যেই একটি কেউটে সাপের ওপর ক্রমাগত আক্রমন চালিয়ে যাচ্ছে কিছু ময়ূর। রুদ্ধশ্বাস এই লড়াই দেখে স্বাভাবিক ভাবেই চমকে গিয়েছেন সকলে।

এমনকি, একটা সময়ে সাপের লেজটির দিকে শক্ত চঞ্চু দিয়ে ক্রমাগত আক্রমন করতে থাকে ওই ময়ূরের দল। বিষাক্ত ওই সাপটি কোনোমতে তা প্রতিহত করার চেষ্টা করলেও সম্মিলিত আক্রমণে রীতিমতো কাহিল হয়ে পড়ে তা। এদিকে খাদ্য-খাদকের এরূপ ভিডিও নেটমাধ্যমে আসতেই তা ঝড়ের গতিতে ভাইরাল হতে শুরু করেছে।

ভিডিওটি আলতাফ হোসেন অফিসিয়াল নামে একটি ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়েছে। দুর্ধর্ষ এই ভিডিওটি ইতিমধ্যেই দেখা হয়েছে ৭ লক্ষেরও বেশি বার। এদিকে, প্রায় ২ মিনিটের এই ভিডিওটি দেখে নিজেদের প্রতিক্রিয়াও জানিয়েছেন নেটিজেনরা। ময়ূরের দলটি যেভাবে কেউটের মত একটি বিষাক্ত সাপকে কাহিল করেছে তা দেখে অবাক হয়েছেন সকলেই।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর