বাংলাহান্ট ডেস্কঃ কপ্টারকে উড়তে গেলে পাখার ঘূর্ণন সবচেয়ে বেশী প্রয়োজনীয়। যদি কোনো কারনে চাকার ঘূর্ণন থেমে যায় তবে মুখ থুবড়ে পড়বে কপ্টার। কিন্তু ভাইরাল ভিডিওতে (viral video) এই নিয়ম খাটল না, বন্ধ পাখা নিয়েই দিব্যি উড়ে বেড়াল কপ্টার৷ যা দেখে রীতিমতো তাজ্জব নেট পাড়া।
বর্তমান যুগ সামাজিক মাধ্যমের যুগ। স্মার্ট ফোনে ধারন যে কোনো ছবি বা ভিডিও সারা বিশ্বের সাথে ভাগ করে নেন নেট পাড়ার বাসিন্দারা। আর সেই ভাইরাল ছবি বা ভিডিও এর জেরেই রাতারাতি তারকা বা খলনায়ক বনে যায় যে কেউ। আবার কোনো কোনো ভিডিও ও ছবি যেমন নেটপাড়াকে ভাবিয়ে তোলে তেমনই অনেক পোস্ট খারাপ সময়েও মন ভাল করে দেয়। এবার নেট পাড়ার আকর্ষণের কেন্দ্রে এই কপ্টারটি।
ভিডিওতে দেখা যায়, কপ্টারটির পাখা ঘুরছে না অথচ দিব্যি উড়ে বেড়াচ্ছে আকাশে। যা দেখে রীতিমতো তাজ্জব নেটাগরিকেরা। লাইক, কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ইতিমধ্যেই ২.২ লক্ষ ভিউ এবং ৮,২০০ এরও বেশি নেটিজেনের পছন্দ হয়েছে ভিডিওটি। বেশিরভাগ নেটিজেন ভিডিওটিতে থাকা কপ্টারটিকে “ডাইনির যান” বলছে।
তবে ক্যামেরা বিশেষজ্ঞরা এতে এমন কিছু অবাক হচ্ছেন না। তারা বলছেন, ক্যামেরার ফ্রেম রেট ও হেলিকপ্টারের পাখার ঘুর্ণন সমান হওয়ার কারনেই ভিডিওতে হেলিকপ্টারের পাখাকে ঘুরতে দেখা যাচ্ছে না। দেখে নিন ভিডিওটি।
I got one, too. pic.twitter.com/km9K4Q4L7S
— Tom Kolenda (@TomKolenda) June 19, 2020
https://twitter.com/buitengebieden_/status/1274030096966471680?s=19
https://twitter.com/MrMathewJr/status/1274318375267602433?s=19