গাড়ির ভিড়ে রাস্তা পার করতে পারছিল না ইঁদুর, ল্যাজ ধরে টেনে উদ্ধার করল কাক! ভাইরাল ভিডিও

বাংলা হান্ট ডেস্কঃ ‘ইয়ে দোস্তি হাম নেহি তোরেঙ্গে’, এই জনপ্রিয় গানটি পৃথিবীর সকল বন্ধুত্বের ওপর যে নির্মিত হয়েছিল তা বলা যায়। বন্ধুত্ব বলতেই আমাদের মনে পড়ে দুটি ছেলে কিংবা দুটি মেয়ে অথবা একটি ছেলে ও একটি মেয়ের মধ্যে বন্ধুত্ব। আবার সেই বন্ধুত্ব বাবা-ছেলে কিংবা শিক্ষক-ছাত্র, বা মা-ছেলে; সকলের মধ্যেই হতে পারে। কিন্তু আজ ভাইরাল হওয়া একটি ভিডিওতে এমন দুটি প্রাণীর বন্ধুত্ব দেখা গেছে যা এক কথায় অকল্পনীয়। কি এমন রয়েছে সেই ভাইরাল ভিডিওটি তে?

সম্প্রতি, একটি ভিডিও ভাইরাল হয় যা পোস্ট করা হয়েছে এক আইপিএস অফিসার দীপাংশু কাবরা-এর টুইটার অ্যাকাউন্ট থেকে। ভিডিওটি মাত্র কিছু সেকেন্ডের হলেও সেটি পোস্ট হওয়ার সাথে সাথেই ভাইরাল হয়ে ওঠে। ভিডিওটিতে দেখা যাচ্ছে, একটি ব্যস্ত রাস্তার ছবি এবং সেই রাস্তা দিয়ে একাধিক গাড়ি ছুটে চলেছে। তবে চমক গাড়িতে নেই বরং আপনাকে অবাক করবে রাস্তার মধ্যে ঘটতে থাকা কিছু দৃশ্য!

   

দেখা যায়, চলন্ত সকল গাড়িদের মাঝখান হতে একটি ছোট্ট ইঁদুর রাস্তা পার করার চেষ্টা করে কিন্তু গাড়িদের ভিড়ে বেসামাল হয়ে পড়ে সে এবং দেখা যায় একটি গাড়ি তার সামনে দিয়ে চলে যায়। সেই সময় সেখানে সিনেমার চিত্রনাট্য ন্যায় অভিনেতার মতো হাজির ঘটে একটি কাকের! হ্যাঁ, ঠিকই শুনেছেন। একটি কাক হঠাৎ এসে ইঁদুরের লেজ ধরে তাকে সরিয়ে দেয় সেই জায়গা থেকে। ভিডিওটি দেখে আপনি বুঝতে পারবেন যদি কাকটি এমন ঘটনা না ঘটাত তবে ছোট্ট প্রাণীটির প্রাণ পর্যন্ত যেতে পারত।

এটা বলাই যায় কাকটির বুদ্ধিমত্তা এবং বন্ধুত্বের কারণে ইঁদুরটি গাড়ির নিচে আসা থেকে বাঁচতে পেরেছে। এই ভিডিওটি শেয়ার করে ওই আইপিএস অফিসার ক্যাপশন লিখেছেন চমৎকার। তিনি যা লেখেন তার বাংলা করলে দাঁড়ায় এই যে, “যে আপনাকে ভুল রাস্তায় যাওয়া থেকে বাঁচায়, সেই আপনার প্রকৃত সঙ্গী।” ভিডিওটি কয়েক মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে পড়ে এবং অসংখ্য মানুষ লাইক করে এবং নিজেদের মন্তব্য জানিয়ে অসংখ্য ভালবাসা উজাড় করে দেয়।

Avatar
Sayan Das

সম্পর্কিত খবর