চকলেট চুরি করতে গিয়ে ধরা পড়েই ঘুমের নাটক একরত্তির! মজার ভিডিও ভাইরাল

বাংলাহান্ট ডেস্ক / ভাইরাল ভিডিও : ছোটবেলায় ফ্রিজ বা রান্নাঘর থেকে ছোট খাটো জিনিস চুরি করে খায়নি এমন লোক হয়তো খুঁজে বের করা মুশকিল। আর সব সময়ই আমাদের মধ্যে একটা ভয় কাজ করত, মা দেখে ফেলল না তো! কারন মা দেখে ফেললেই বকাঝকা অবধারিত। আজ একবিংশ শতাব্দীতে যুগ অনেক বদলে গেলেও দুষ্টুমির কিন্তু বদল হয়নি। আর সেই দুষ্টুমির এক ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে।

20200712 111216

বর্তমান যুগ সামাজিক মাধ্যমের যুগ। স্মার্ট ফোনে ধারন যে কোনো ছবি বা ভিডিও সারা বিশ্বের সাথে ভাগ করে নেন নেট পাড়ার বাসিন্দারা। আর সেই ভাইরাল ছবি বা ভিডিও এর জেরেই রাতারাতি তারকা বা খলনায়ক বনে যায় যে কেউ। আবার কোনো কোনো ভিডিও ও ছবি যেমন নেটপাড়াকে ভাবিয়ে তোলে তেমনই অনেক পোস্ট খারাপ সময়েও মন ভাল করে দেয়।

এই ভাইরাল ভিডিওটি বছর দুয়েকের আমাইলার। একরত্তি মায়ের অনুপস্থিতির সুযোগ নিয়ে ফ্রিজ থেকে চকোলেট চুরি করে, তারপর যেই ফ্রিজের পাশে দাঁড়িয়ে সেটি খেতে যাবে অমনি তার মা চলে আসে। মা থাকে চকোলেট খেতে বারন করে বলে তা ফ্রিজে আবার রেখে দিতে কিন্তু আমাইলা তখন চোখ বুজে ঘুমের নাটক শুরু করে দেয়। ভাবটা এমন যে সে কিছু দেখতে শুনতে পারছে না, গভীর ঘুমে আচ্ছন্ন।

যদিও আর সবার মতই মায়ের চোখ কে ফাঁকি দিতে পারে না আমাইলাও। তার মা তার দুষ্টুমি ধরে ফেলে, ধরা পড়ার পর আমাইলার মিষ্টি হাসি ভুবন ভোলানো। যা দেখে মোহিত নেট পাড়া। ইতিমধ্যেই চরম ভাইরাল ভিডিওটি, শেয়ার হয়েছে ৩২ হাজারের বেশী। দেখে নিন আমাইলার সেই দুষ্টু মিষ্টি ভাইরাল ভিডিও

https://www.facebook.com/christina.i.thomas/videos/3443090315701349

সম্পর্কিত খবর