ভ্যাকসিন আসার উচ্ছ্বাসে তুমুল নাচ স্বাস্থ্যকর্মীদের, ইন্টারনেটে তুমুল ভাইরাল ভিডিও

Viral video : বিশ্বব্যাপী মৃত্যু মিছিলের পর অবশেষে মুক্তির দিশা পেয়েছে মানুষ। সংক্রমণ যেমন বেশ কিছুটা কমেছে  তেমনই হাতে এসেছে ভ্যাক্সিন।  আজকাল সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও খুব বেশি ভাইরাল হচ্ছে।  এই ভিডিওতে স্বাস্থ্যকর্মীরা করোনার ভ্যাকসিনে আসার আনন্দে নাচতে দেখা গেছে।  এই ভিডিওটি বোস্টন মেডিকেল সেন্টারের বাইরে ক্যামেরা বন্দী করা হয়েছে।

IMG 20201224 133940

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে,  স্বাস্থ্যকর্মীরা সামাজিক দূরত্ব অনুসরণ করে হাসপাতালের বাইরে দল বেঁধে নাচছেন। বছর ব্যাপী দীর্ঘ লড়াইয়ের পর অবশেষে জয়ের আনন্দ ফুটে উঠেছে তাদের চোখে মুখে। প্রত্যেকে এই ভিডিওটি দেখে সংবেদনশীল হয়ে উঠছেন।  এটি উপলব্ধি করে যে সবাই করোনাভাইরাস দ্বারা সমস্যায় পড়েছে।

এই ভিডিওটি তার টুইটার হ্যান্ডেলে বোস্টন মেডিকেল সেন্টারের সিইও কেট ওয়ালশ পোস্ট করেছেন।  এই ভিডিওটি এখনও অবধি ৪.৪ মিলিয়ন (৪০ মিলিয়ন) বার দেখা হয়েছে।  এছাড়াও, এখন পর্যন্ত ৯ হাজার লোক এই ভিডিওটি পছন্দ করেছেন এবং ২৭০০ জন রিটুইট  করেছেন।  এটি সোশ্যাল মিডিয়ায় বেশ পছন্দ হচ্ছে।

করোনা আবহে এর আগে নানান ভিডিও ভাইরাল হয়েছে,  তার মধ্যে বেশ কিছু বেশ মর্মান্তিক।  এক করোনা আক্রান্ত মহিলার মৃতদেহ সৎকার করতে গিয়েছিলেন যান করোনা যোদ্ধা। তবে শেষকৃত্যের আগেই ক্লান্ত হয়ে তিনি মাটিতেই শুয়ে পড়েন। সেই সময় আদনান বেদী নামের এক ফটোগ্রাফার এই ছবিটি তোলেন। ছবিটি সামাজিক মাধ্যমে ভাগ করেন, আই এ এস অফিসার অবনীশ শরন। পোস্ট হতেই তুমুল ভাইরাল হয়ে যায় ছবিটি।

https://twitter.com/AwanishSharan/status/1291975264277131264?s=19

 

এর আগে, ভাইরাল হওয়া আরেকটি ছবিতে দেখা গিয়েছেল, ৩২ ডিগ্রির ওপর চড়েছে তাপমাত্রা, সাথে রয়েছে আর্দ্রতা জনিত অস্বস্তি। এর মধ্যেও পিপিই কিট বাড়িয়েছে আরো গরম। অতিমারির সাথে লড়াই করতে করতে ক্লান্ত নার্স বসে পড়েছেন মেঝেতে। আর সেই অসম লড়াইয়ের ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করে অসমের মন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা লিখেছেন, ‘আমি আমার টিমকে নিয়ে গর্বিত।’

এই ছবি গুলি দেখলে স্পষ্ট বোঝা যায় কিভাবে সাদা পোশাকের ভগবানরা জান লড়িয়ে দিচ্ছেন আপামর জনগনে জীবনের জন্য।

সম্পর্কিত খবর