বাংলাহান্ট ডেস্কঃ করোনা ( covid 19) ওয়ার্ডের মধ্যে করোনা রোগীর পাশেই কালো রঙ এর প্লাস্টিকে মুড়িয়ে বাঁধা করোনা আক্রান্তের মৃতদেহ। বৃহস্পতিবার এইরকমই একটি ভয়াবহ দৃশ্যের ভিডিও (video) ভাইরাল (viral) হয়েছে সোশ্যাল মিডিয়ায়। দাবি করা হয়েছে ভিডিও টি ভিডিওটি ভারতের সর্বাধিক করোনা আক্রান্ত মহারাষ্ট্র এর। বাণিজ্য নগরী মুম্বই শহরের পুর কর্পোরেশন পরিচালিত সিয়ন হাসপাতালের ভিডিও বলে দাবি করা হয়েছে।
মহারাষ্ট্রের বিজেপি বিধায়ক নীতেশ রানে এই ভিডিওটি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, “In Sion hospital..patients r sleeping next to dead bodies!!!
This is the extreme..what kind of administration is this!
Very very shameful!! @mybmc ” ( সায়ন হাসপাতালে রোগীরা লাশের পাশে ঘুমাচ্ছেন !!!
এটাই চরম.. কী রকম প্রশাসন !
খুব লজ্জাজনক !!)
মহারাষ্ট্র সরকারের শরিক কংগ্রেস নেতা ও প্রাক্তন মন্ত্রী মিলিন্দ দেওরাও এই ঘটনার নিন্দা করেছেন। বিএমসি (বৃহন্নুম্বাই পৌর কর্পোরেশন) কোভিড-১৯ মৃতদের দেহ সৎকার-এর সময় বিস্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশ মানছে না কেন তা নিয়েও তিনি প্রশ্ন করেছেন। যদিও হাসপাতাল কতৃপক্ষের দাবি, মর্গে পর্যাপ্ত স্থান না থাকায় তাদের ওয়ার্ডেই ব্যাগে ভরে মরদেহ রাখতে হয়েছে।
In Sion hospital..patients r sleeping next to dead bodies!!!
This is the extreme..what kind of administration is this!
Very very shameful!! @mybmc pic.twitter.com/NZmuiUMfSW— nitesh rane (@NiteshNRane) May 6, 2020
কোভিড রোগীদের মৃতদেহ একবার বডিব্যাগে ভরা হয়ে গেলে সংক্রমণ ছড়ানোর আর ভয় থাকে না। তবে রোগীদের মৃতদেহের পাশে থাকতে হলে তারা মানসিক ভাবে ভেঙে পড়তে পারে। যার ফল হতে পারে মারাত্মক। মানসিক ভাবে কোনো রোগী হেরে গেলে তার সুস্থ হবার আশা অনেকটাই কমে যায় বলে জানিয়েছেন মনোবিদরা।