অনলাইনে অর্ডার দেন ড্রোন, তার বদলে ডেলিভারি পেলেন আলু! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও

Published On:

বাংলাহান্ট ডেস্ক : শুরু হয়ে গিয়েছে উৎসবের মরসুম। সারা দেশ জুড়ে এখন সাজোসাজো রব। প্রত্যেকেই চাইছেন এই উৎসবের মরশুমে তার জন্য বা তার প্রিয় মানুষটির জন্য পছন্দের উপহার কিনতে। বর্তমান সময়ে আমরা কেনাকাটার জন্য ভরসা করে থাকি অনলাইন শপিং সাইটগুলোর উপর। এই উৎসবের মরশুমে বিভিন্ন অনলাইন সাইটগুলো নিয়ে এসেছে স্পেশাল সেল। অপেক্ষাকৃত কম দামে তারা বিভিন্ন পণ্য বিক্রি করছে।

এই অফারের লোভে মিশো নামে একটি শপিং সাইট থেকে ড্রোন ক্যামেরা অর্ডার করেছিলেন বিহারের বাসিন্দা চৈতন্য। সোশ্যাল মিডিয়ার সাইটে তার আপলোড করা একটি ভিডিও এখন রীতিমতো আলোচনার বিষয়বস্তু। তিনি টুইটারে একটি আনবক্সিং ভিডিও আপলোড করে জানিয়েছেন, তিনি মিশো নামের শপিং অ্যাপ থেকে একটি ড্রোন ক্যামেরা অর্ডার করেছিলেন। সেই ড্রোন ক্যামেরাটির মূল্য ৮৫ হাজার টাকা হলেও অফারে সেটি বিক্রি হচ্ছে মাত্র ১০,২১২ টাকায়।

এত কম দাম দেখে তার সন্দেহ হলে তিনি যোগাযোগ করেন কাস্টমার কেয়ারের সাথে। কাস্টমার কেয়ার কর্তৃপক্ষ তাকে এই ব্যাপারটি নিশ্চিত করলে তিনি অনলাইন পেমেন্ট করে ক্যামেরাটি অর্ডার দিয়ে দেন। নির্দিষ্ট দিনে ডেলিভারি বয় তার ক্যামেরাটি দিতে আসে। চৈতন্য সেই ডেলিভারি বয়কে পার্সেলটি আনবক্সিং করতে বলেন। এই গোটা ঘটনা ভিডিও করে সে ধরে রাখে তার মোবাইল ফোনে।

ডেলিভারি বয় পার্সেল খুলতেই দেখা যায় তার মধ্যে ক্যামেরার বদলে রয়েছে কিলো খানেক আলু! চৈতন্য জানিয়েছেন, দ্রুত এই বিষয়টির নিষ্পত্তি না হলে তিনি আইনত ব্যবস্থা গ্রহণ করবেন। যদিও এই বিষয় এখন পর্যন্ত মিশো কোম্পানির পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

X