মহান সাজতে গিয়ে ডিম্বাণু ডোনারের পরিচয় ফাঁস! ফের দর্শকদের রোষানলে ‘দিদি নাম্বার ওয়ান’

Published On:

বাংলাহান্ট ডেস্ক: বাংলা টেলিভিশনের জনপ্রিয়তম নন ফিকশন শো গুলির মধ্যে একটি হল জি বাংলার ‘দিদি নাম্বার ওয়ান’ (Didi Number One)। দীর্ঘদিন ধরে সম্প্রচারিত হয়ে চলেছে এই শো। একের পর এক সফল সিজন হওয়ার এখন নবম সিজনে পা রেখেছে দিদি নাম্বার ওয়ান। তবে জনপ্রিয়তার সঙ্গে যে বিতর্ক (Controversy), নিন্দাও আসে তা তো নতুন কথা নয়।

দিদি নাম্বার ওয়ানও বহুবার বিতর্কের মুখে পড়েছে। প্রতিযোগীদের কথা শুনে অনেকবার ট্রোলও করেছেন নেটিজেনরা। অভিযোগ উঠেছে, টিআরপি বাড়ানোর জন্য মিথ্যে কথা বলে ‘সিমপ্যাথি’ পেতে চান প্রতিযোগীরা। এ নিয়ে বিতর্কের অবকাশ রয়েছে। তবে সম্প্রতি আবারো একটি কারণে সমালোচনার মুখে পড়েছে দিদি নাম্বার ওয়ান।


বাংলার বিভিন্ন প্রান্ত থেকে দিদি নাম্বার ওয়ানের মঞ্চে খেলতে আসেন প্রতিযোগীরা। সম্প্রতি এমনি একজন প্রতিযোগী এসেছিলেন যিনি পেশায় একজন ডিম্বাণু ডোনার। যাদের সন্তান ধারণে সমস্যা হয় তাদের জন্য নিজের ডিম্বাণু দান করেন তিনি। নিঃসন্দেহে অত্যন্ত মহৎ একটি কাজ। কিন্তু বিষয়টা একেবারেই ভালো চোখে দেখেননি দর্শকদের একাংশ।

জি বাংলার তরফে প্রতিযোগীর ভিডিও শেয়ার করা হতে একজন লিখেছেন, উনি সত্যিই খুব ভাল কাজ করছেন, কিন্তু এই ধরনের কাজে কিছু গোপনীয়তা থাকে যা অবলম্বন করা খুব জরুরি। শুধুমাত্র মহান সাজার জন্য সোশ্যাল মিডিয়ায় সবকিছু ফাঁস করে দেওয়াটা উচিত নয়।


তাঁর মন্তব্যকে সমর্থন করে আরেকজন লিখেছেন, উনি আইভিএফ পদ্ধতিতে সাফায্য করছেন। সারোগেট মাদারের মতোই। এদের পরিচয় গোপন রাখাটাই নিয়ম। কিন্তু উনি তো সব ফাঁস করে দিলেন। এমনকি নিজের রোজগারও জানিয়ে দিয়েছেন ক্যামেরার সামনে। অনেকে ভিডিওটি মুছে দেওয়ার আর্জিও জানিয়েছেন চ্যানেলের কাছে। তবে এই বিষয়ে দিদি নাম্বার ওয়ানের তরফে কোনো মন্তব্য করা হয়নি এখনো পর্যন্ত।

সম্পর্কিত খবর

X