বাংলা হান্ট ডেস্কঃ ডাইনোসর নামটি আমাদের কাছে খুবই পরিচিত। তবে এদেরকে আমরা কোনদিনই বাস্তবে দেখিনি। মোবাইল স্ক্রিনে কিংবা সিনেমার পর্দায় দেখতে পাওয়া এই সকল প্রাণীর অস্তিত্ব বহুকাল আগেই পৃথিবীর বুক থেকে মিটে গিয়েছিলো। অনেকের মতে, কোন এক উল্কাপাতের কারণে পৃথিবী থেকে চিরতরে বিদায় নেয় তারা। তবে বর্তমানে একটি ভিডিওকে ঘিরে তাদের অস্তিত্ব সম্পর্কে জল্পনা শুরু হয়ে গিয়েছে। কি সেই ভিডিও?
সোশ্যাল মিডিয়ায় আমাদের সামনে একাধিক সময় নানান বৈচিত্র্যময় ভিডিও উঠে আসে, যা বেশিরভাগ সময় বেশ মজাদার হয়। তবে সম্প্রতি যে ভিডিওটি ভাইরাল হয়েছে, তাতে আপনার চক্ষু চড়কগাছ হতে বাধ্য। 14 সেকেন্ডের এই ভিডিওয় ফাঁকা সমুদ্র সৈকতের উপর দিয়ে ছোট ছোট ডাইনোসরদের ছুটে যেতে দেখা গিয়েছে, যা দেখে অবাক সকলেই।
বুইটেৎঞ্জিবিডেন নামক টুইটার অ্যাকাউন্ট থেকে একটি ভিডিও পোস্ট করা হয়। ভিডিওটির প্রথমেই আপনারা ক্যাপশানে দেখতে পাবেন একটি লেখা, “এটা আমাকে কিছু সেকেন্ডের জন্য অবাক করে দিয়েছে।” এরপর 14 সেকেন্ডের ভিডিওটি দেখলে পোস্টদাতার মত আপনারাও অবাক হয়ে পড়বেন। ভিডিওটিতে একটি ফাঁকা সমুদ্র সৈকতের মধ্যে ছোট ছোট কিছু ডাইনোসরের মত প্রাণীকে ছুটে যেতে দেখা যাচ্ছে!
ভিডিওটি পোস্ট করার সঙ্গে সঙ্গেই তা ভাইরাল হয়ে ওঠে। ভিডিওটির কমেন্ট বক্সে গেলে আপনারা দেখতে পাবেন একাধিক চমকপ্রদ সব মন্তব্য। এক ব্যক্তি যেমন লেখেন, “এই ভিডিওটি দেখে আমার নয় বছরের ছেলে অবাক হয়ে উঠেছে, তবে সত্যি বলতে গেলে তার থেকেও বেশি অবাক আমি নিজেই।” কয়েকজন আবার এই দৃশ্যের সঙ্গে ‘জুরাসিক পার্ক’-এর প্রসঙ্গ টেনে এনেছেন। তবে কিছু সময় পরেই উঠে আসে আসল সত্য।
https://twitter.com/buitengebieden/status/1521943849656016897?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1521943849656016897%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.anandabazar.com%2Findia%2Frow-over-viral-video-of-baby-dinosaurs-in-social-media-dgtl%2Fcid%2F1343010
আদতে এই সকল প্রাণীগুলি ডাইনোসর নয় বরং এদের নাম কোয়াটিস। ডাইনোসরের মতো দেখতে এই প্রাণীগুলিকে দক্ষিণ ও মধ্য আমেরিকা, মেক্সিকো ও মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ পশ্চিম প্রান্তে সচরাচর দেখা যায়। এগুলি প্রসিওনিডি শ্রেণীর অন্তর্গত স্তন্যপায়ী প্রাণী। এদের আকার 33 থেকে 69 সেন্টিমিটারের মধ্যে হয়। সমুদ্র সৈকতের আশেপাশে ঘুরে বেড়ানো প্রাণীগুলিকে বড় আকৃতির বিড়ালের মত দেখতে হয়ে থাকে এবং এদের ওজন 4 কেজির আশেপাশে হয়।